১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য! লোকসভায় তথ্য দিয়ে জানাল কেন্দ্র
- Published by:Soumendu Chakraborty
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
রাজ্য ভিত্তিক বকেয়া পরিশোধের তালিকা প্রকাশ কেন্দ্রের
নয়াদিল্লি: ১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। মেনে নিল কেন্দ্রীয় সরকার। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে তথ্য দিল কেন্দ্র। তাতে রাজ্য ভিত্তিক তালিকা প্রকাশ করে উল্লেখ করা হয়েছে যে ১০০ দিনের কাজে কমবেশি বিভিন্ন রাজ্য পেলেও বাংলা এক পয়সাও পায়নি।
লোকসভায় অভিষেক বন্দোপাধ্যায় জানতে চেয়েছিলেন, ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত ১০০ দিনের কাজে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে। রাজ্যগুলির বকেয়া মেটাতে কত সময় নেওয়া হয়েছে। সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১০০ দিনের কাজে ব্যবহৃত পণ্যের বকেয়া কত? সময় মত বেতন মিটিয়ে দেওয়ার কোনও পরিসংখ্যান রয়েছে কি? থাকলে প্রকাশ করা হোক।
পরিসংখ্যানে স্পষ্ট যে, ২০২৪-২৫ পর্যন্ত সব রাজ্যের বকেয়া পরিশোধ করা হয়েছে শুধুমাত্র বাংলা ছাড়া। বাংলার টাকা মেটানো হয়নি। অর্থাৎ পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলার ১০০ দিনের টাকা মেটায়নি।
advertisement
advertisement

লোকসভায় পেশ করা তথ্য
আরও পড়ুন: Lok Sabha Winter Session: লোকসভায় বসেই খেতে ব্যস্ত সাংসদ! ধমক স্পিকারের
অভিষেকের প্রশ্নে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, ১০০ দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। দৈনিক বেতন দৈনিক হিসাবেই বরাদ্দ করা হয় রাজ্যের চাহিদা অনুযায়ী। নতুন অর্থ বছর শুরুর আগেই আগের অর্থবর্ষের সব টাকা মিটিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে শ্রমিকদের অর্থ প্রদান করা হয়, তার ব্যাখ্যা দিলেও, বাংলাকে যে একটা টাকাও দেওয়া হয়নি তা জানাননি। তবে উত্তরে রাজ্যভিত্তিক যে তালিকা প্রকাশ করেছেন তাতে বাংলার অংশে শুন্য রয়েছে।
advertisement
বাংলা বাদে অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে ৬৯ হাজার কোটিরও বেশি টাকা পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের বাকি অংশের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে, তাতেও বাংলার নাম নেই। গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত কাজের জন্য আরও প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানেও নেই বাংলার নাম।
advertisement
গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে কেন্দ্রের এই জবাব নতুন রাজনৈতিক হাতিয়ার তৃণমূলের কাছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 11:03 AM IST









