Mamata Banerjee- Uddhav Thackeray: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না! উদ্ধবকে পাশে বসিয়েই হুঙ্কার মমতার

Last Updated:

Mamata Banerjee- Uddhav Thackeray: মুম্বইতে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিবসেনার (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সাক্ষাৎকে অরাজনৈতিক বলে দাবি করেন দুই পক্ষই।

উদ্ধব ঠাকরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
উদ্ধব ঠাকরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
মুম্বই: অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বইতে উপস্থিত হয়েছ‍েন বিশ্বের বহু তারকা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারা। সেই অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মুম্বইতে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিবসেনার (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সাক্ষাৎকে অরাজনৈতিক বলে দাবি করেন দুই পক্ষই। শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়েছে, সেখানে দলীয় প্রতীক পাননি উদ্ধব ঠাকরে, সেই প্রসঙ্গও উঠে আসে এদিন।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধব বলেন, “আজ পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কেউ রাজনীতি করবেন না”। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দলের মূল মন্ত্র একটাই একতা রক্ষা করা। বৈচিত্র‍্যের মধ্যে ঐক্যকে আমি রক্ষা করব”।
advertisement
সেই সঙ্গে এই বছরের লোকসভার ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোট সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি, সেই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার স্থায়ী নয়। খুব শীঘ্রই পড়ে যাবে। খেলা শুরু হয়ে গেছে।” সেই সঙ্গে এই বছরই রয়েছে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে উদ্ধব ঠাকরের সমর্থনে প্রচার করবেন বলে এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee- Uddhav Thackeray: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না! উদ্ধবকে পাশে বসিয়েই হুঙ্কার মমতার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement