Sikkim landslide: সিকিমে ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত গাড়িতে গড়িয়ে পড়ল পাথর, মৃত্যু এক মহিলার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Sikkim landslide: বর্ষার মরশুমে নিয়মিত ধসের ঘটনা ঘটছে উত্তরবঙ্গ এবং সিকিমে। এবার ধসের জেরেই মৃত্যুর ঘটনা ঘটল।
গ্যাংটক: বর্ষার মরশুমে নিয়মিত ধসের ঘটনা ঘটছে উত্তরবঙ্গ এবং সিকিমে। এবার ধসের জেরেই মৃত্যুর ঘটনা ঘটল। চলন্ত গাড়িতে পাহাড় থেকে গড়িয়ে পড়ে পাথর, ঘটনার জেরে দুমড়েমুচড়ে যায় গাড়িটি, ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমে। সিঙ্গবেল থেকে সিংতাম আসছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি, সেই সময়ই পথে ধস নামে। সিকিম এবং উত্তরবঙ্গ সব সময়েই পর্যটকদের জন্য পছন্দের। সম্প্রতি ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনা চিন্তায় ফেলেছে পর্যটকদের।
অন্য দিকে, ১০ নম্বর জাতীয় সড়কে নিত্যদিনের ধস নামার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আবেদন সিকিম সরকারের। ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা এনএইচআইডিসিএলকে এই আবেদনই জানানো হয়েছে সিকিম সরকারের তরফ থেকে।
advertisement
advertisement
সেবক থেকে গ্যাংটক অবধি ৯২ কিমি দীর্ঘ এই ১০ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা উত্তরবঙ্গ এবং সিকিমের যোগাযোগের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ৯২ কিমি রাস্তার মধ্যে সিকিম পূর্ত দফতর দেখে ১০ কিমি। এনএইচআইডিসিএল দেখে ৩০ কিমি, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পূর্ত দফতর দেখে ৫২ কিমি। এই রাস্তার বাংলার অংশে ৭০ শতাংশ এলাকায় জাতীয় সড়কের পাশে রয়েছে তিস্তা নদী। এনএইচআইডিসিএল এই রাস্তার দায়িত্ব নিলে রাস্তা সংস্কারে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 4:44 PM IST