Weird News: বিহারের পর্যটন বিভাগের মানচিত্র থেকে উধাও একটা আস্ত জেলা, সবাই যা বলছেন, আপনিও কি ঠিক সেটাই ভাবছেন?
- Published by:Pooja Basu
- local18
- Written by:Trending Desk
Last Updated:
সরকারি দফতর থেকে যদি ভুল মানচিত্র প্রকাশ করা হয়, তাহলে অবস্থাটা ঠিক কী দাঁড়ায়? সেটারই কথা বলছে এক সোশ্যাল মিডিয়া পোস্ট।
পটনা: দেশ যা-ই হোক, তাকে চেনার কেবল দুটো উপায় রয়েছে। হয় ভ্রমণ করে চাক্ষুষ পরিচয় অথবা মানচিত্রের মাধ্যমে পরিচয়। ভ্রমণের সময়েও কিন্তু মানচিত্রের উপরে কখনও কখনও নির্ভর করতেই হয়। এ হেন যে কাজের জিনিস, সেই মানচিত্রও সঠিক কি না তার জন্য নাগরিকের ভরসা কেবল সরকার। কিন্তু সরকারি দফতর থেকে যদি ভুল মানচিত্র প্রকাশ করা হয়, তাহলে অবস্থাটা ঠিক কী দাঁড়ায়? সেটারই কথা বলছে এক সোশ্যাল মিডিয়া পোস্ট।
সম্প্রতি বিহারের পর্যটন বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি মানচিত্র পোস্ট করেছে। এই পোস্টে বিভাগের কর্মকর্তারা পটনা এবং গয়ার মাঝখানে অবস্থিত জেহানাবাদ জেলার নাম মানচিত্র থেকে মুছে ফেলেছেন। এখন এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই পোস্টে অনেকে ইউজারই জেহানাবাদের নাম তুলে জিজ্ঞাসা করছেন যে পর্যটন বিভাগের কাছে জেহানাবাদ জেলা সম্পর্কে তথ্য নেই কি না!
advertisement
আরও পড়ুনNepal Protest: অশান্ত নেপালে আটকে পড়নে বালিয়ার বহু অধ্যাপক, দেশে ফিরতেই উঠে এল উদ্বিগ্ন রাতের কথা…
advertisement
আসলে, বিহার সরকারের পর্যটন বিভাগ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের কোন অঞ্চলে কী ধরনের ভাষা বলা হয়। বলা হয়েছে যে বিহারের বিভিন্ন অঞ্চল রয়েছে, যেখানে বিভিন্ন ভাষায় কথা বলা হয়।
advertisement
সেই সংক্রান্ত মানচিত্রে বলা হয়েছে যে বিহারের চম্পারণ, সিওয়ান, বক্সার, সরণ, ভোজপুর, কৈমুর এবং রোহতাসে ভোজপুরি ভাষা চলে। অন্য দিকে, সীতামারহি, মুজাফফরপুর এবং বৈশালীতে কথিত ভাষাকে বজ্জিকা হিসেবে বর্ণনা করা হয়েছে।
আর কোথায় কোন ভাষায় কথা বলা হয়?
ঠিক তেমন ভাবেই, অঙ্গিকা ভাষায় বাঁকা, মুঙ্গের এবং ভাগলপুর জেলায় কথা বলা হয়, অন্য দিকে, মৈথিলি ভাষায় মধুবনী, সুপল, আরারিয়া, কিষাণগঞ্জ, দ্বারভাঙা, মাধেপুরা, পূর্ণিয়া, কাটিহার, বেগুসরাই, সমষ্টিপুর এবং সহরসায় কথা বলা হয়। বিহার সরকারের পর্যটন দফতরের এই মানচিত্রে পটনা, আরওয়াল, নালন্দা, লক্ষীসরাই, শেখপুরা, জামুই, গয়া এবং ঔরঙ্গাবাদে মগহি ভাষায় কথা বলা হয় তা উল্লেখ করা হয়েছে।
advertisement
একই জেলার দুবার উল্লেখ, ভ্রান্তি কোথায়
এই সূত্রেই দেখা যাচ্ছে যে পটনা এবং গয়া জেলার মধ্যে অবস্থিত জেহানাবাদ জেলার নাম মানচিত্র থেকে অনুপস্থিত এবং এখানে কোন ভাষা ব্যবহৃত হয় তাও উল্লেখ করা হয়নি। আসলে, এই মানচিত্রে ভোজপুর জেলার নাম দুবার উল্লেখ করা হয়েছে। ভোজপুর পটনা এবং আরওয়ালের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেখানে জেহানাবাদ জেলার থাকার কথা!
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 10:59 AM IST