পাঁচ রাজ্যে বিজেপির বিপর্যয় নিয়ে ট্যুইট করলেন মোদি, কী লিখলেন তিনি?

ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

পাঁচ রাজ্যের বিধানসভা ফলপ্রকাশের পর কী বলছেন প্রধানমন্ত্রী ?

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: হঠাৎই ছন্দপতন ৷ খানিকটা হলেও ধাক্কা খেয়েছে মোদি ম্যাজিক ৷ বিজেপির রথের দৌড় থমকে গিয়েছে ৷হাতে মাত্র আর কয়েকটা মাস ৷ তারপরেই ২০১৯-এর লোকসভা নির্বাচন ৷ পাঁচ বছর আগে ২০১৮ সালে এই মানুষটার চওড়া কাঁধের উপর ভরসা করেই ইতিহাস গড়েছিল তাঁর দল ৷ ভারতের লোকসভায় প্রথম বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি একাই ৷ সেই জনপ্রিয়তায় আজ নিদারুণ ধ্বস ৷ মধ্যপ্রদেশের ফলাফল এখনও ঘোষণা না হলেও, যা ট্রেন্ড তাতে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে এগিয়ে যাবে কংগ্রেসই ৷শোচনীয় এই ফলের পর গেরুয়া শিবির তাকিয়ে ছিল মোদির দিকেই ৷ কী বার্তা দেন তিনি, কী ভাবেই বা এই হারকে ব্যখ্যা করেন তা দেখার প্রতীক্ষায় ছিলেন দেশবাসী ৷ পাঁচ রাজ্যের বিধানসভা ফলপ্রকাশের পর কী বলছেন প্রধানমন্ত্রী ?

    ট্যুইট করে নমো এদিন বলেন, ‘‘মানুষের রায় মাথা পেতে নিচ্ছি ৷ ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের মানুষদের ধন্যবাদ জানাই, তাঁরা আমাদের সেখানে কাজ করার সুযোগ দিয়েছেন ৷ এই সব রাজ্যে অনেক কাজ করেছে বিজেপি ৷ জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন ৷ তেলেঙ্গনার কেসিআর-কে অভিনন্দন ৷ অভিনন্দন জানাই মিজো ন্যাশনাল ফ্রন্ট-কে এই অভাবনীয় ফল করার জন্য ৷ বিজেরির কার্যকর্তাদের আমার স্যালুট ৷ দিন-রাত এক করে ভোটের জন্য খেটেছেন তাঁরা ৷ জয়-পরাজয় সবই জীবনের অঙ্গ ৷’’

    First published:

    Tags: Assembly election result 2018, BJP, Elections With News18, India Assembly Election 2018, Narendra Modi, Tweet