পাঁচ রাজ্যে বিজেপির বিপর্যয় নিয়ে ট্যুইট করলেন মোদি, কী লিখলেন তিনি?

Last Updated:

পাঁচ রাজ্যের বিধানসভা ফলপ্রকাশের পর কী বলছেন প্রধানমন্ত্রী ?

#নয়াদিল্লি: হঠাৎই ছন্দপতন ৷ খানিকটা হলেও ধাক্কা খেয়েছে মোদি ম্যাজিক ৷ বিজেপির রথের দৌড় থমকে গিয়েছে ৷
হাতে মাত্র আর কয়েকটা মাস ৷ তারপরেই ২০১৯-এর লোকসভা নির্বাচন ৷ পাঁচ বছর আগে ২০১৮ সালে এই মানুষটার চওড়া কাঁধের উপর ভরসা করেই ইতিহাস গড়েছিল তাঁর দল ৷ ভারতের লোকসভায় প্রথম বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি একাই ৷ সেই জনপ্রিয়তায় আজ নিদারুণ ধ্বস ৷ মধ্যপ্রদেশের ফলাফল এখনও ঘোষণা না হলেও, যা ট্রেন্ড তাতে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে এগিয়ে যাবে কংগ্রেসই ৷
advertisement
শোচনীয় এই ফলের পর গেরুয়া শিবির তাকিয়ে ছিল মোদির দিকেই ৷ কী বার্তা দেন তিনি, কী ভাবেই বা এই হারকে ব্যখ্যা করেন তা দেখার প্রতীক্ষায় ছিলেন দেশবাসী ৷ পাঁচ রাজ্যের বিধানসভা ফলপ্রকাশের পর কী বলছেন প্রধানমন্ত্রী ?
advertisement
advertisement
ট্যুইট করে নমো এদিন বলেন, ‘‘মানুষের রায় মাথা পেতে নিচ্ছি ৷ ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের মানুষদের ধন্যবাদ জানাই, তাঁরা আমাদের সেখানে কাজ করার সুযোগ দিয়েছেন ৷ এই সব রাজ্যে অনেক কাজ করেছে বিজেপি ৷ জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন ৷ তেলেঙ্গনার কেসিআর-কে অভিনন্দন ৷ অভিনন্দন জানাই মিজো ন্যাশনাল ফ্রন্ট-কে এই অভাবনীয় ফল করার জন্য ৷ বিজেরির কার্যকর্তাদের আমার স্যালুট ৷ দিন-রাত এক করে ভোটের জন্য খেটেছেন তাঁরা ৷ জয়-পরাজয় সবই জীবনের অঙ্গ ৷’’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
পাঁচ রাজ্যে বিজেপির বিপর্যয় নিয়ে ট্যুইট করলেন মোদি, কী লিখলেন তিনি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement