Viral Video: বর-কনের মালাবদলের মধ্যে ঢুকে গেল প্রেমিক, নিজের হাতে মেয়েটির মাথায় দিল সিঁদুর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

সেই সময় যা কাণ্ড হল গোটা বিয়েবাড়ি তা দেখে স্তম্ভিত৷ তখন স্টেজে উঠে মেয়েটির পাগলপ্রেমী মেয়েটির সিঁথিতে সিঁদুর পরিয়ে (Boy friend put Vemilion during wedding of his girl friend) দিল৷

Watch viral video how  lover filled the vermilion to bride during wedding function
Watch viral video how lover filled the vermilion to bride during wedding function
#গোরক্ষপুর: গোরক্ষপুর গরমাগরম, যা কাণ্ড হল বিয়ে বাড়িতে (Wedding) তা এখন ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও (Viral Video)৷  উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে বিয়েবাড়িতে প্রেমিক যা করলেন তা ভাবনার বাইরে৷ হরপুর -বুদহট থানা ক্ষেত্রের একটি গ্রামে বুধবার মালাবদল হচ্ছিল নতুন বর ও বউয়ের৷ কিন্তু সেই সময় যা কাণ্ড হল গোটা বিয়েবাড়ি তা দেখে স্তম্ভিত৷ তখন স্টেজে উঠে মেয়েটির পাগলপ্রেমী মেয়েটির সিঁথিতে সিঁদুর পরিয়ে (Boy friend put Vemilion during wedding of his girl friend) দিল৷ তারপর একে অপরকে জড়িয়ে ধরে দুই প্রেমী৷ মামলা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে কনের বাড়ির লোকজন ১১২ নম্বরে পুলিশকে ডায়াল করে তাদের ডেকে নেয়৷ পুলিশ গভীর রাত অবধি পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলে৷ গ্রাম পঞ্চায়েত প্রধানরাও সব পক্ষের মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করেন৷ সম্ভ্রান্তদের সাহায্যে সেই অসুবিধা মিটিয়ে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে কনেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷
এই ঘটনার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ জানা গেছে যে ছেলেটি মেয়েটির বিয়ের মণ্ডপে গিয়ে সিঁদুর পরিয়েছিল (Boy friend put Vemilion during wedding of his girl friend) , তাঁদের দুজনের মধ্যে প্রেম ছিল৷ কয়েক মাস আগে প্রেমিক চাকরির জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল৷ এরই মধ্যে পরিবার মেয়েটির বিয়ে অন্যত্র স্থির করে দেয়৷ প্রেমিক যুবকটি তাঁর প্রেমিকার বিয়ে (Wedding)  ঠিক হয়েছে জেনে দুদিন আগে গ্রামে ফিরে আসে৷ ১ ডিসেম্বর মেয়েটির বিয়ে ছিল৷
advertisement
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (viral video)৷
advertisement
সেই সময় বরমালা দানের সময় ঘটে যায় নাটকীয় কেলেঙ্কারি৷ প্রেমিকটি অপ্রত্যাশিতভাবে বিয়ের (Wedding) মণ্ডপে গিয়ে পৌঁছয়৷ বরমালা প্রদানের অনুষ্ঠান  তখন শেষ হয়েছিল৷ ফটোসেশন চলছিল৷ সেই সময় পাগল প্রেমী এমন কাণ্ড করে ফেলেন যার আশা কেউ করবে না৷
advertisement
সেই সময় নববধূও তাঁর প্রেমিকের সঙ্গ দেয়৷ সে মোটেই ঘাবড়ে যায়নি৷ মেয়েটির সিঁথিতে সিঁদুর  (Boy friend put Vemilion during wedding of his girl friend) দেওয়ায় মেয়েটির আত্ময়ী পুলিশ ডাকে৷ ছেলেদের পরিবার ও মেয়েদের পরিবারের মধ্যে বিবাদ বাড়তে থাকে৷ অন্যদিকে প্রেমিক -প্রেমিকা একে অপরের সঙ্গ না ছাড়ার জিদ করতে থাকে৷ এদিকে বিয়ের মণ্ডপে পুলিশ আসতে দেখেই প্রেমিকটি নিজের রূপ বদল করে৷ যে ব্যাকফুটে নিজের বাড়ি ফিরে যায়৷ এরপর ছেলের ও মেয়ের বাড়ির বড়রা আলোচনা করে অসুবিধার নিষ্পত্তি করে এবং বিয়ে সম্পন্ন হয়৷ বিয়ের পরের দিন নতুন বর -বউ শ্বশুরবাড়ি চলে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: বর-কনের মালাবদলের মধ্যে ঢুকে গেল প্রেমিক, নিজের হাতে মেয়েটির মাথায় দিল সিঁদুর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement