নিজের মন-মাথা দিয়ে সৃষ্টি করতে চান? আবেদন করুন গ্রাফিক ডিজাইনিং ইন্টার্নশিপের জন‍্য, দারুণ সুযোগ

Last Updated:

আজকাল, প্রতিটি কম্পানির নিজস্ব কিছু ডিজাইন থাকে, যার জন‍্য গ্রাফিক ডিজাইনারের প্রয়োজনীয়তা রয়েছে। যদি একটি ইন্টার্নশিপ দিয়ে ক্যারিয়ারে শুরু করা যায় তাহলে যাত্রাপথ খানিকটা মসৃণ হবে।

নিজের মন-মাথা দিয়ে সৃষ্টি করতে চান? আবেদন করুন গ্রাফিক ডিজাইনিং ইন্টার্নশিপের জন‍্য, দারুণ সুযোগ
নিজের মন-মাথা দিয়ে সৃষ্টি করতে চান? আবেদন করুন গ্রাফিক ডিজাইনিং ইন্টার্নশিপের জন‍্য, দারুণ সুযোগ
যে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে চান, গ্রাফিক ডিজাইন তাঁদের জন‍্য একটি দুর্দান্ত ক্যারিয়ার অপশন। আজকাল, প্রতিটি কম্পানির নিজস্ব কিছু ডিজাইন থাকে, যার জন‍্য গ্রাফিক ডিজাইনারের প্রয়োজনীয়তা রয়েছে। একজন অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনারের বেতনও ভাল হয় কিন্তু যদি একটি ইন্টার্নশিপ দিয়ে ক্যারিয়ারে শুরু করা যায় তাহলে যাত্রাপথ খানিকটা মসৃণ হবে।
সংস্থাগুলির একটি তালিকা সংকলন করা হয়েছে যারা বর্তমানে গ্রাফিক ডিজাইন ক্ষেত্রে ইন্টার্ন নিয়োগ করছে৷ তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন:
ফ্যাশন টিভি ইন্ডিয়া, পুনেতে গ্রাফিক ডিজাইনের ইন্টার্নশিপ
advertisement
এই স্বনামধন্য কোম্পানিতে ইন্টার্নশিপের সময়কাল ৬ মাস। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২০০০ টাকা বৃত্তি পাবেন। ইন্টারনশালা পোর্টালের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। মূল দায়িত্বগুলির মধ্যে আছে ফ্যাশন সম্পর্কিত ছবি এডিট করা এবং পেশাদার ফটোগ্রাফারদের সহায়তা করা।
advertisement
বাজাজ ক্যাপিটালে গুরগাঁওয়ে গ্রাফিক ডিজাইন ইন্টার্নশিপ
এটি একটি ৩ মাসের ইন্টার্নশিপ। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০,০০০ টাকা বৃত্তি পাবেন। ইন্টার্নশালায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ৩ ফেব্রুয়ারি ২০২৩৷ ইন্টার্নরা ডিজাইনারদের সঙ্গে কাজ করবে ভিজ্যুয়াল সামগ্রীর একটি পরিসর তৈরি করতে, যার মধ্যে থাকবে মার্কেটিং সামগ্রী, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এবং ওয়েব গ্রাফিক্স৷
advertisement
পিভিআর লিমিটেডে গুরগাঁওয়ে গ্রাফিক ডিজাইন ইন্টার্নশিপ
পিভিআর (PVR) লিমিটেড ছয় মাসের জন্য ইন্টার্ন নিচ্ছে। ১৫,০০০ টাকা বৃত্তি দিচ্ছে৷ আগ্রহী প্রার্থীরা ৩ ফেব্রুয়ারী ২০২৩ এর আগে ইন্টার্নশালার মাধ্যমে আবেদন করতে পারবেন। ইন্টার্নরা সিএমএসে(CMS) কাজ এবং সিনেমার পোস্টার রিসাইজ করার পাশাপাশি ওয়েব বা অ্যাপে ট্রেলার আপডেট করার কাজ করতে হবে।
আরও পড়ুন:  স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, প্রচুর শূন্যপদ
NYKAA এ বেঙ্গালুরুতে গ্রাফিক ডিজাইন ইন্টার্নশিপ
advertisement
ভারতের বৃহত্তম ই-কমার্স বিউটি রিটেলারগুলির মধ্যে একটি - Nykaa তিন মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য প্রার্থীদের নিয়োগ করছে। ফার্মটি যোগ্য প্রার্থীকে মাসিক ৫০০০ টাকা বৃত্তি দেবে। আগ্রহী আবেদনকারীদের অবশ্যই ৩ ফেব্রুয়ারির আগে ইন্টারনশালা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। কাজের প্রোফাইলে গ্রাফিক ডিজাইনিং, পোস্টার তৈরি করতে হবে।
পেপারমিন্ট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড এ গ্রাফিক ডিজাইন ইন্টার্নশিপ
২ মাসের ইন্টার্নশিপের জন‍্য বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা। প্রার্থীদের মাসিক ১২,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে। ইন্টার্নের ডিজিটাল মার্কেটিং টিমের সঙ্গে প্রচারাভিযানের জন্য কাজ করা। ইন্টার্নশালায় আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ জানুয়ারি।
বাংলা খবর/ খবর/দেশ/
নিজের মন-মাথা দিয়ে সৃষ্টি করতে চান? আবেদন করুন গ্রাফিক ডিজাইনিং ইন্টার্নশিপের জন‍্য, দারুণ সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement