Vote Chori News: ‘কেন শপথপত্র সই করব?,’ দেখালেন কারণ...‘ভোট চুরি’ নিয়ে কমিশনকে পাল্টা উত্তর রাহুল গান্ধির

Last Updated:

এর সাথেই রাহুল গান্ধি যোগ করেন, ‘‘আপনারা ভাববেন না এটা শুধু বেঙ্গালুরুতে হয়েছে৷ এটা আরও বহু কেন্দ্রে হয়েছে৷ নির্বাচন কমিশন আজকে সবকিছু লুকোনোর চেষ্টা করছে৷ কিন্তু, দেখবেন, একদিন সবটা সামনে চলে আসবে৷’’

News18
News18
নয়াদিল্লি: SIR, ভোটার তালিকার নিবিড় সংশোধন৷ ভারতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজনীতি৷ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছেন বিরোধীরা৷ এর মাঝে গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির আনা ‘ভোটচুরি’র অভিযোগ, নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে দেশের রাজনীতিতে৷ সোমবার যা নিয়ে উত্তাল হয়েছে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন কক্ষ৷ বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘিরে দিল্লির রাস্তায় বেঁধেছে ধুন্ধুমার কাণ্ড৷ এসবের মাঝে সোমবারই সংসদের বাইরে দাঁড়িয়ে ‘ভোটচুরি’ প্রসঙ্গে নির্বাচন কমিশনের উত্তরের প্রত্যুত্তর দিলেন রাহুল গান্ধি৷
রাহুল গান্ধির ‘ভোটচুরি’র অভিযোগের ভিত্তিতে তাঁকে শপথপত্র সহ ‘সেই ভোটারতালিকা’ কমিশনে পাঠানোর অনুরোধ করেছিলেন কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ সোমবার সংসদের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি কেন শপথপত্র সই করব? এটা ওঁদের ডেটা, আমার নয়৷ ওঁরা নিজেরাই ওঁদের ওয়েবসাইট থেকে দেখুন না৷ ওঁরা আসলে মনোযোগ সরানোর চেষ্টা করছেন৷’’
advertisement
advertisement
এর সাথেই রাহুল গান্ধি যোগ করেন, ‘‘আপনারা ভাববেন না এটা শুধু বেঙ্গালুরুতে হয়েছে৷ এটা আরও বহু কেন্দ্রে হয়েছে৷ নির্বাচন কমিশন আজকে সবকিছু লুকোনোর চেষ্টা করছে৷ কিন্তু, দেখবেন, একদিন সবটা সামনে চলে আসবে৷’’
advertisement
advertisement
২০২৪ এর লোকসভা নির্বাচনে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে প্রায় ১,০০,২৫০ টি ‘ভোট চুরি’ হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে ডেটা তুলে ধরে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধি৷ অভিযোগ করেছিলেন, দেশের শাসকদল বিজেপি নির্বাচন কমিশনকে ‘ব্যবহার’ করে ভারতীয় গণতন্ত্রের ভোটযন্ত্রের দফারফা করে দিতে চাইছে৷
advertisement
তাঁর এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক বিরোধী দলনেতার উদ্দেশ্যে জানিয়েছিলেন, তিনি যেন তাঁর অভিযোগের প্রেক্ষিতে সম্পূর্ণ ভোটার তালিকা তাঁদের কাছে পাঠান৷ তিনি বলেছিলেন, ‘‘এদিনের সাংবাদিক বৈঠকে আপনি দাবি করেছেন, ভোটর তালিকায় অযোগ্যদের নাম ঢোকানো হয়েছে এবং যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে৷ আপনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি দয়া করে যদি ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার ২০(৩)(খ) বিধি অনুসারে সংযুক্ত ঘোষণাপত্র/শপথপত্রে স্বাক্ষর করে তা পাঠান, সেই সাথে এই ধরনের ভোটারদের নাম (নাম)ও জমা দিন যাতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা যায়৷’’
advertisement
সোমবার নির্বাচন কমিশনের সেই শপথপত্র প্রসঙ্গেই মন্তব্য করেন রাহুল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vote Chori News: ‘কেন শপথপত্র সই করব?,’ দেখালেন কারণ...‘ভোট চুরি’ নিয়ে কমিশনকে পাল্টা উত্তর রাহুল গান্ধির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement