India reacts to Pakistans threat: এটা পাকিস্তানের স্বভাব!...মুনির তো ঠিক আছে, পরমাণু হুমকি নিয়ে নয়াদিল্লির জবাব আমেরিকাকে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এছাড়া, পাকিস্তানে যে গণতন্ত্র বলে কিছু নেই এবং সেখানে সবটাই যে সেনা বাহিনী নিয়ন্ত্রণ করে, তা আসিম মুনিরের এই মন্তব্যে স্পষ্ট বলে জানিয়েছেন ওই সূত্র৷ পাশাপাশি, এক্ষেত্রে পাকিস্তানের পারমাণবিক শক্তি কোনও রাষ্ট্র বহিভূর্ত শক্তি যেমন আমেরিকার হাতে চলে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি৷
advertisement
পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরমাণু হুমকির পরে কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক৷ সেখানে উল্লেখ করা হয়েছে, মুনিরের এই হুমকি এমন একটি তৃতীয় দেশের মাটি থেকে এসেছে, যা ভারতের কাছে বন্ধু রাষ্ট্র হিসাবে পরিচিত এবং বিষয়টি যথেষ্ট আক্ষেপের৷ অর্থাৎ, আমেরিকার মতো ভারতের বন্ধু রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে যেভাবে মুনির পরমাণু হুমকি দিতে পেরেছেন, তা ভারতের কাছে ভীষণই দুঃখজনক৷
advertisement
advertisement
advertisement
advertisement
"পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মন্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী একটি দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র...পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ; যখনই আমেরিকা পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে, তারা সর্বদা তাদের আসল রূপ দেখায়," সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে ভারতের উচ্চপদস্থ এক সূত্র জানিয়েছে।
advertisement
advertisement