Viral Video: 'মদ দিবি কি না?', বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড

Last Updated:

Viral Video: অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রাঁচি: বারে ঢুকে ডিস্ক জকিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক্সট্রিম স্পোর্টস বারে মদ না পেয়ে গুলি চলে। মৃতের নাম সন্দীপ।
ক্যামেরায় দেখা গিয়েছে এক ব্যক্তি হাফ প্যান্ট পরে বারে ঢুকেছেন। টি-শার্ট দিয়ে মুখটা ঢেকে বাঁধা রয়েছে। হাতে বন্দুক তাক করে রয়েছেন ওই ডিজের দিকে। সাদা টি-শার্ট ও প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ওই ডিজে।
advertisement
advertisement
আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি
পুলিশের দাবি, ওই বার বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অভিযুক্ত চারজন পৌঁছেছিলেন। সেখানে গিয়ে মদ খেতে চায় তারা। কিন্তু বার বন্ধ হয়ে যাওয়ায় মদ দিতে রাজি হননি বারের কর্মী। তখনই কর্মীর সঙ্গে অশান্তি শুরু হয় ওই চার অভিযুক্তর। তাদের একজনের কাছে বন্দুক ছিল। উপস্থিত ডিজের বুকের উপর বন্দুক ঠেকিয়ে গুলি করে সে।
advertisement
গুলি চালিয়েই ওই চার অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত ওই কর্মীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাঁচির পুলিশ সুপার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সোমবার সকালে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: 'মদ দিবি কি না?', বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement