Viral Video: 'মদ দিবি কি না?', বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
রাঁচি: বারে ঢুকে ডিস্ক জকিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক্সট্রিম স্পোর্টস বারে মদ না পেয়ে গুলি চলে। মৃতের নাম সন্দীপ।
ক্যামেরায় দেখা গিয়েছে এক ব্যক্তি হাফ প্যান্ট পরে বারে ঢুকেছেন। টি-শার্ট দিয়ে মুখটা ঢেকে বাঁধা রয়েছে। হাতে বন্দুক তাক করে রয়েছেন ওই ডিজের দিকে। সাদা টি-শার্ট ও প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ওই ডিজে।
🚨🚨 Jharkhand : A man shot dead a DJ late last night at a bar after the employees refused to serve him alcohol in Ranchi, the state capital of Jharkhand.
Shocking to see a rifle.. NIA should investigate this case… pic.twitter.com/nzKSGmYDln
— srisathya (@sathyashrii) May 27, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি
পুলিশের দাবি, ওই বার বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অভিযুক্ত চারজন পৌঁছেছিলেন। সেখানে গিয়ে মদ খেতে চায় তারা। কিন্তু বার বন্ধ হয়ে যাওয়ায় মদ দিতে রাজি হননি বারের কর্মী। তখনই কর্মীর সঙ্গে অশান্তি শুরু হয় ওই চার অভিযুক্তর। তাদের একজনের কাছে বন্দুক ছিল। উপস্থিত ডিজের বুকের উপর বন্দুক ঠেকিয়ে গুলি করে সে।
advertisement
আরও পড়ুন: বিরিয়ানি তো খান, কাচ্চি-পাক্কি-দম পুখত বিরিয়ানির পার্থক্য কি জানেন? কোনটা কেন জনপ্রিয় জানুন
গুলি চালিয়েই ওই চার অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত ওই কর্মীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাঁচির পুলিশ সুপার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সোমবার সকালে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 3:18 PM IST