Viral Video: সমুদ্রের পারে এ কী ভেসে এল! ঠিক যেন দৈত্য! আসল ঘটনা ফাঁস হতেই আতঙ্ক, দেখুন ভিডিও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Viral Video: গত শনিবার সকাল ১০টার সময় স্থানীয় জেলেরা তিমির মৃতদেহটি প্রথম দেখতে পান। তিমিটির দেহ ১৫ মিটার অর্থাৎ প্রায় ৫০ ফুট লম্বা।
কেরালা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! ছবি হোক, বা ভিডিও, কিছু জিনিস আপনাকে অবাক করতে বাধ্য। তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। কেরালার কোঝিকোড়ের দক্ষিণ সমুদ্র সৈকতে একটি দীর্ঘ তিমির মৃতদেহ পাওয়া গিয়েছে।
তিমিটির মৃতদেহ সাগর থেকে ভেসে সমুদ্র সৈকতে এসেছে। এরপরই সেখানে ভিড় জমে যায়। ছবি, ভিডিও তুলতে লেগে যায় মানুষের ভিড়। তিমিটির মৃত্যুর বিষয়ে কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় জেলেরা প্রথম তিমিটিকে লক্ষ্য করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: খাদ্যমন্ত্রী রথীনের বাড়ি থেকে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটলেন ইডি অফিসাররা! আরও বাহিনী মোতায়েন
গত শনিবার সকাল ১০টার সময় স্থানীয় জেলেরা তিমির মৃতদেহটি প্রথম দেখতে পান। তিমিটির দেহ ১৫ মিটার অর্থাৎ প্রায় ৫০ ফুট লম্বা। কোঝিকোড কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিক ইনচার্জ প্রমোদ জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে তিমিটির ময়নাতদন্ত সমুদ্র সৈকতেই করা হবে। ময়নাতদন্ত শেষে প্রটোকল অনুযায়ী তাকে একটি গর্তে পুঁতে ফেলা হবে।
advertisement
প্রচুর মানুষ মৃত তিমিটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তা ঝড়ের বেগে ভাইরালও হয়েছে। ওই ভিডিওয় প্রচুর মানুষ নিজেদের বক্তব্যও রেখেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “বিরাট আকার তিমিটির। তবে তার আশেপাশে না থাকাই ভাল। বড় তিমিদের দেহে গ্যাস তৈরি হয়, যার কারণে মৃতদেহটি ফেটে যেতে পারে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 7:04 PM IST