Viral Video: চলন্ত স্কুটিতে প্রেমিককে জড়িয়ে দেদার চুমু তরুণীর! যোগীরাজ্যে ভাইরাল ভিডিও, সকলে তাজ্জব
- Published by:Raima Chakraborty
Last Updated:
Viral Video: তরুণীটি তরুণের মুখোমুখি বসেছেন, উল্টো হয়ে। রাস্তা দিয়ে এ ভাবেই স্কুটারটি চালিয়ে যাচ্ছেন ওই তরুণ।
লখনউ: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না রোজ ভাইরাল হয়। তেমনই ফের একটি ভিডিও তুমুল ভাবে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। স্কুটারে এক তরুণ ও এক তরুণী একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছেন। তরুণীটি তরুণের মুখোমুখি বসেছেন, উল্টো হয়ে। রাস্তা দিয়ে এ ভাবেই স্কুটারটি চালিয়ে যাচ্ছেন ওই তরুণ।
স্কুটার রাস্তায় চলাকালীন এ ভাবে বসে একে অপরকে চুমুও খাচ্ছিলেন বলে অভিযোগ তুলেছেন অনেকে। এই ভিডিও দেখেই তাজ্জব নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়তে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ঘটে এই কাণ্ড।
UP: In Lucknow's busiest area Hazratganj, two youngsters seen on a bike during the Road Safety Week!@Uppolice @uptrafficpolice @lkopolice pic.twitter.com/h5wXrclcg3
— सिया चतुर्वेदी (@Siachaturvedi2) January 18, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: আর উত্তরবঙ্গ কেন, এবার কলকাতাতেই জলদাপাড়া-ভ্রমণ! কোথায় সে জায়গা? দেখুন ছবি
মোটর ভেহিকল অ্যাক্টে ওই জুটির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। একে 'অশোভনীয় কাজ' বলে উল্লেখ করা হয়েছে। যদিও পুলিশের দাবি, ওই স্কুটারে দু'জন তরুণী ছিলেন। সহকারী ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ শ্রীবাস্তব বলেছেন, 'ভিডিওটি প্রাথমিক ভাবে দেখে যেমন একটি ছেলে ও মেয়ে মনে হচ্ছে, আদতে তা নয়। স্কুটারে দুই তরুণী ছিলেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে'।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 6:47 PM IST