রাজপথে হাঁটু মুড়ে বসে মা সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল গান্ধি, নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

Rahul Gandhi : সেখানেই হাঁটু মুড়ে বসে মায়ের পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন রাহুল৷ সনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের দিকে

দলের ট্যুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে রাহুল ক্যাপশনে লিখেছেন ‘মা’
দলের ট্যুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে রাহুল ক্যাপশনে লিখেছেন ‘মা’
নয়াদিল্লি : ‘ভারত জোড়ো যাত্রা’-য় রাহুল গান্ধির সঙ্গে শামিল হয়েছেন তাঁর মা সনিয়া গান্ধিও৷ সেই যাত্রাতেই এক দুর্লভ দৃশ্য লেন্সবন্দি হল৷ মা তথা কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গান্ধির জুতোর ফিতে নিজের হাতে বেঁধে দিলেন পুত্র রাহুল৷ কংগ্রেস নেতা রাহুল রাজপথে হাঁটু মুড়ে বসে তাঁর মায়ের জুতোর ফিতে বেঁধে দেন৷ দলের ট্যুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে  ক্যাপশন দেওয়া হয়েছে ‘মা’৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাজপথে দাঁড়িয়ে পড়েছেন সনিয়া৷ তাঁকে ঘিরে আছেন দলীয় নেতারা৷ সেখানেই হাঁটু মুড়ে বসে মায়ের পায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন রাহুল৷ সনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের দিকে৷ জুতোর ফিতে বাঁধা হয়ে গেলে আবার যাত্রা শুরু করলেন মা ও ছেলে৷
এক জায়গায় দেখা যাচ্ছে রাহুল নিজে থেমে গিয়ে মাকে একটু বিশ্রাম নিতে বলছেন৷ এর পর সনিয়া নিজে গাড়িতে উঠে যান ঠিকই, কিন্তু পরে আবার শামিল হন ভারত জোড়ো যাত্রায়৷ এ বছর গোড়ায় কোভিড আক্রান্ত হওয়ার পর এটাই প্রথম জনসমক্ষে বাইরে আত্মপ্রকাশ সনিয়ার৷ এর আগে তাঁকে শেষ বার বারাণসীতে ২০১৬ সালে রোড শো-এ অংশ নিতে দেখা গিয়েছিল৷
advertisement
advertisement
আরও পড়ুন : এক ঢল মানুষের গায়ে রাবণ কুশপুত্তলিকা! হরিয়ানায় দশেরা উৎসবে বিপদ
সনিয়াপুত্রের পরিকল্পনা, তিনি ভারত জোড়ো যাত্রায় তিনি ১২ রাজ্যের মধ্যে দিয়ে ৩৫৭০ কিমি পাড়ি দেবেন৷ তাঁর কাছে এই যাত্রা আসলে বিজেপি-র ‘বিভেদ রাজনীতির’ বিরুদ্ধে ভারতকে সঙ্ঘবদ্ধ করার প্রয়াস৷ কংগ্রেস সাংসদ রাহুলের লক্ষ্য, দাক্ষিণাত্যের তিন রাজ্য পায়ে হেঁটে সফরের পর উত্তর ভারত অভিমুখে যাত্রা৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজপথে হাঁটু মুড়ে বসে মা সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল গান্ধি, নিমেষে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement