এক ঢল মানুষের গায়ে জলন্ত রাবণ কুশপুত্তলিকা! হরিয়ানায় দশেরা উৎসবে বিপদ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
রাবণ দহনের সময়ে কুশপুত্তলিকার কাছে দাঁড়িয়ে ছিল একাধিক মানুষ। জলন্ত কাঠামোটি পড়তে শুরু করতেই ছোটাছুটি লেগে যায়। পালাতে শুরু করে সবাই।
#যমুনানগর: দশেরা উদযাপনে বিপদ! রাবণের কুশপত্তলিকা পোড়ানোর সময়ে জখম একাধিক। বুধবার হরিয়ানার যমুনানগরে দশেরা পালনের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। পোড়ানো হচ্ছিল রাবণের কুশপুত্তলিকা। উৎসবে মেতে উঠেছিলেন শত শত মানুষ।
এমনই সময়ে হঠাৎ ভিড়ের উপর আগুন ধরানো কুশপুত্তলিকা পড়ে যায়। সংবাদ সংস্থার খবর, রাবণ দহন দেখতে জড়ো হওয়া বেশ কয়েকজন দর্শক ঘটনার সময় আহত হয়েছেন।
#WATCH | Haryana: A major accident was averted during Ravan Dahan in Yamunanagar where the effigy of Ravana fell on the people gathered. Some people were injured. Further details awaited pic.twitter.com/ISk8k1YWkH
— ANI (@ANI) October 5, 2022
advertisement
advertisement
ভিডিওতে দেখা যায় যে রাবণ দহনের সময়ে কুশপুত্তলিকার কাছে দাঁড়িয়ে ছিল একাধিক মানুষ। জলন্ত কাঠামোটি পড়তে শুরু করতেই ছোটাছুটি লেগে যায়। পালাতে শুরু করে সবাই।
আরও পড়ুন: মর্মান্তিক ! চলছিল প্রথম দুর্ঘটনার উদ্ধারকাজ, সেখানেই আবার দুর্ঘটনা, মুম্বইয়ে মৃত ৫, আহত ১৩
দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করে বলা হয়নি। এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
advertisement
প্রতি বছর, দশেরা উদযাপন করা হয় রাবণ দহন করেই। রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাথের কুশপুত্তলিকা পুড়িয়ে উৎসবে মাতেন দেশবাসী। সেখানেই এমন দুর্ঘটনায় আতঙ্কে ভুগছে মানুষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2022 10:31 PM IST