Viral Video: বৃষ্টিভেজা রাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, সে কী কাণ্ড! আঁতকে ওঠার মতো ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: শহরের একটি রাস্তায় কুমিরের অবস্থানের কথা জানিয়ে এক ব্যক্তি ছবি শেয়ার করতেও আতঙ্ক আরও বেড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে।
চেন্নাই: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে লাগাতার বৃষ্টি চলছে। চার ডিসেম্বর বিকেলের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছবে। যে কারণে সর্বত্রই সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন। মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। এরই মধ্যে আঁতকে ওঠার মতো দৃশ্য ধরা পড়ল চেন্নাইয়ের রাস্তায়।
এই পরিস্থিতিতে চেন্নাই শহরের একটি রাস্তায় কুমিরের অবস্থানের কথা জানিয়ে এক ব্যক্তি ছবি শেয়ার করতেও আতঙ্ক আরও বেড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। কুমির দেখা গিয়েছে শহরের পেরুঙ্গালাথুর এলাকায়। ঝোপের মধ্যে দেখা গিয়েছে এই সরীসৃপকে। ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার উপর দিয়ে ঝোপে নামছে কুমিরটি।
Crocodile in Perungalathur 😳 pic.twitter.com/sqNAQ7wyvD
— Ayyappan (@Ayyappan_1504) December 3, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: কালচে-লাল না কমলা-গোলাপি? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনি কতটা সুস্থ, জানুন
পাশ দিয়ে চলে যাচ্ছে ফুড ডেলিভারি বয়ের স্কুটার, গাড়িতে বসে কেউ ভিডিও করছন। সেই মোবাইলের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুমিরের এই ভিডিওয় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিলনাড়ুর বনবিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সুপ্রিয়া সাহু এই কুমিরের কাছে না যাওয়ার অনুরাধ করেছেন। তিনি বলেছেন, এরা লাজুক প্রাণী। সাধারণভাবে মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে।
advertisement
তামিলনাড়ুর বন সচিব সুপ্রিয়া সাহু যদিও জানিয়েছেন, এই কুমির সাধারণত মানুষকে আক্রমণ করে না। “চেন্নাইয়ের বেশ কয়েকটি জলাশয়ে কয়েকটি মাগার কুমির রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে প্রবল বৃষ্টিতে জলাশয় উপচে পড়ার কারণেই এই কুমিরটি রাস্তায় বেরিয়ে এসেছে। এই প্রাণীগুলোকে নিজেরদের মতো থাকতে দিলে এবং কোনওভাবে উত্যক্ত না করলে মানুষের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই,” জানিয়েছেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 2:05 PM IST