Lifestyle News: কালচে-লাল না কমলা-গোলাপি? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনি কতটা সুস্থ, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Lifestyle News: অনিয়মিত পিরিয়ড বা রক্তের রঙের কিছু অস্বাভাবিকতা জানান দেয় অনেক শারীরিক সমস্যার। জেনে নিন রক্তের রং ঠিক কেমন হওয়া স্বাভাবিক, আর কেমন হলে তা চিন্তার বিষয়।
স্বাভাবিক ঋতুচক্র যেমন সুস্থতার লক্ষণ, তেমনই অনিয়মিত পিরিয়ড বা রক্তের রঙের কিছু অস্বাভাবিকতা জানান দেয় অনেক শারীরিক সমস্যার। জেনে নিন রক্তের রং ঠিক কেমন হওয়া স্বাভাবিক, আর কেমন হলে তা চিন্তার বিষয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
উজ্জ্বল লাল-- পিরিয়ডের রক্তের রং উজ্জ্বল লাল হলে তা স্বাভাবিক। শরীর সুস্থ আছে। সাধারণত পিরিয়ডের শুরুতে উজ্জ্বল লাল রক্ত দেখা যায়। এই সমসয় রক্তের ফ্লো বেশি হয়। উজ্জ্বল লাল রক্ত মানে তা সবে ইউটেরাস থেকে নির্গত হয়েছে। পেটে যন্ত্রণা হওয়াকালীনও রক্তের রং উজ্জ্বল লাল হয়। কারণ, ইউটেরাস সঙ্কুচিত হলে রক্তের ফ্লো বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement