Lifestyle News: কালচে-লাল না কমলা-গোলাপি? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনি কতটা সুস্থ, জানুন

Last Updated:
Lifestyle News: অনিয়মিত পিরিয়ড বা রক্তের রঙের কিছু অস্বাভাবিকতা জানান দেয় অনেক শারীরিক সমস্যার। জেনে নিন রক্তের রং ঠিক কেমন হওয়া স্বাভাবিক, আর কেমন হলে তা চিন্তার বিষয়।
1/7
স্বাভাবিক ঋতুচক্র যেমন সুস্থতার লক্ষণ, তেমনই অনিয়মিত পিরিয়ড বা রক্তের রঙের কিছু অস্বাভাবিকতা জানান দেয় অনেক শারীরিক সমস্যার। জেনে নিন রক্তের রং ঠিক কেমন হওয়া স্বাভাবিক, আর কেমন হলে তা চিন্তার বিষয়।  (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাভাবিক ঋতুচক্র যেমন সুস্থতার লক্ষণ, তেমনই অনিয়মিত পিরিয়ড বা রক্তের রঙের কিছু অস্বাভাবিকতা জানান দেয় অনেক শারীরিক সমস্যার। জেনে নিন রক্তের রং ঠিক কেমন হওয়া স্বাভাবিক, আর কেমন হলে তা চিন্তার বিষয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
উজ্জ্বল লাল-- পিরিয়ডের রক্তের রং উজ্জ্বল লাল হলে তা স্বাভাবিক। শরীর সুস্থ আছে। সাধারণত পিরিয়ডের শুরুতে উজ্জ্বল লাল রক্ত দেখা যায়। এই সমসয় রক্তের ফ্লো বেশি হয়। উজ্জ্বল লাল রক্ত মানে তা সবে ইউটেরাস থেকে নির্গত হয়েছে। পেটে যন্ত্রণা হওয়াকালীনও রক্তের রং উজ্জ্বল লাল হয়। কারণ, ইউটেরাস সঙ্কুচিত হলে রক্তের ফ্লো বেশি।
উজ্জ্বল লাল-- পিরিয়ডের রক্তের রং উজ্জ্বল লাল হলে তা স্বাভাবিক। শরীর সুস্থ আছে। সাধারণত পিরিয়ডের শুরুতে উজ্জ্বল লাল রক্ত দেখা যায়। এই সমসয় রক্তের ফ্লো বেশি হয়। উজ্জ্বল লাল রক্ত মানে তা সবে ইউটেরাস থেকে নির্গত হয়েছে। পেটে যন্ত্রণা হওয়াকালীনও রক্তের রং উজ্জ্বল লাল হয়। কারণ, ইউটেরাস সঙ্কুচিত হলে রক্তের ফ্লো বেশি।
advertisement
3/7
গোলাপি-- যদি পিরিয়ডের প্রথম দিন এই রঙের রক্তপাত হয় তা হলে বুঝতে হবে কিছু সাধারণ ফ্লুইড মিশে রয়েছে। যা একেবারেই স্বাভাবিক। যদি দুটো সাইকেলের মাঝে এই রঙের রক্তপাত হয় তা হলে তা প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। শরীরে হরমোনের মাত্রা তারতম্যের কারণে এমনটা হতে পারে।
গোলাপি-- যদি পিরিয়ডের প্রথম দিন এই রঙের রক্তপাত হয় তা হলে বুঝতে হবে কিছু সাধারণ ফ্লুইড মিশে রয়েছে। যা একেবারেই স্বাভাবিক। যদি দুটো সাইকেলের মাঝে এই রঙের রক্তপাত হয় তা হলে তা প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। শরীরে হরমোনের মাত্রা তারতম্যের কারণে এমনটা হতে পারে।
advertisement
4/7
গাঢ় লাল-- ব্লাড ক্লটের সঙ্গে গাঢ় লাল রক্ত সুস্থ জরায়ুর লক্ষণ। কিন্তু যদি থকথকে গাঢ় লাল রক্তপাত টানা বেশ কিছুদিন ধরে চলে তা হলে হতে পারে আপনার ফাইব্রয়েডের সমস্যা হয়েছে।
গাঢ় লাল-- ব্লাড ক্লটের সঙ্গে গাঢ় লাল রক্ত সুস্থ জরায়ুর লক্ষণ। কিন্তু যদি থকথকে গাঢ় লাল রক্তপাত টানা বেশ কিছুদিন ধরে চলে তা হলে হতে পারে আপনার ফাইব্রয়েডের সমস্যা হয়েছে।
advertisement
5/7
কালচে লাল-- খুব গাঢ় রঙের রক্ত দেখলে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। আগের সাইকেল বা এই সাইকেলের কিছু জমে থাকা রক্তের কারণে পিরিয়ডের রং এমনটা হতে পারে।
কালচে লাল-- খুব গাঢ় রঙের রক্ত দেখলে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। আগের সাইকেল বা এই সাইকেলের কিছু জমে থাকা রক্তের কারণে পিরিয়ডের রং এমনটা হতে পারে।
advertisement
6/7
কমলা রক্ত--প্রেগন্যান্ট হওয়ার ১০-১৪ দিনের মাথায় কমলা রক্ত বের হতে পারে। কিন্তু অনেকসময় কোনও সংক্রমণের কারণেও পিরিয়ডের রক্ত কমলা, সবুজ বা ছাই রং-এর হতে পারে। সংক্রমণের মধ্যে রয়েছে ট্রিকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাগিনোসিস ও কিছু যৌনবাহিত রোগ।
কমলা রক্ত--প্রেগন্যান্ট হওয়ার ১০-১৪ দিনের মাথায় কমলা রক্ত বের হতে পারে। কিন্তু অনেকসময় কোনও সংক্রমণের কারণেও পিরিয়ডের রক্ত কমলা, সবুজ বা ছাই রং-এর হতে পারে। সংক্রমণের মধ্যে রয়েছে ট্রিকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাগিনোসিস ও কিছু যৌনবাহিত রোগ।
advertisement
7/7
হলদেটে-- যদি আপনার পিরিয়ডের রক্তের রং এ রকম হয় তা হলে সাবধান হয়ে যান। সার্ভাইক্যাল বা ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে এ রকম হয়ে থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
হলদেটে-- যদি আপনার পিরিয়ডের রক্তের রং এ রকম হয় তা হলে সাবধান হয়ে যান। সার্ভাইক্যাল বা ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে এ রকম হয়ে থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement