Gurugram Viral Video: যানজটে ফেঁসে গিয়ে গাড়ির ছাদেই আয়েশ করে মদ্য়পান! ভাইরাল গুরুগ্রামের ভিডিও

Last Updated:

শনিবারই ভিডিওটি ট্য়ুইটারে শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্য়ক্তি। মজা করে তিনি ভিডিওর সঙ্গে লেখেন, 'এমন কাণ্ড গুরুগ্রামেই হতে পারে!'

গাড়ির ছাদে বসেই মদ্য়পান।
গাড়ির ছাদে বসেই মদ্য়পান।
#গুরুগ্রাম: লম্বা যানজটে আটকে গেলে সবারই বিরক্ত লাগে। কেউ গাড়ির ভিতরে বসেই অধৈর্য বোধ করেন, কেউ আবার বিরক্ত হয়ে ট্রাফিক পুলিশকে দোষারোপ করেন। বড়জোর খুব বিরক্ত হয়ে কেউ গাড়ি থেকে রাস্তায় নেমে রাস্তায় একটু পায়চারি করে নিতে পারেন।
কিন্তু যানজটে আটকে গিয়ে গুরুগ্রামের এক ব্য়ক্তি যা করলেন, তা এক কথায় অভাবনীয়! গাড়ির ছাদে বসেই মদ্য়পান করতে শুরু করলেন তিনি। তাও একেবারে আয়েশ করে, শান্ত ভাবে।
advertisement
শনিবারই ভিডিওটি ট্য়ুইটারে শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্য়ক্তি। মজা করে তিনি ভিডিওর সঙ্গে লেখেন, 'এমন কাণ্ড গুরুগ্রামেই হতে পারে!'
advertisement
১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, অজ্ঞাতপরিচয় ওই ব্য়ক্তি একটি ছোট সাদা গাড়ির ছাদে বসেই মদ্য়পান করছে। প্রবল যানজটের মধ্য়ে গাড়িটি ধীর গতিতে এগিয়ে চলেছে। যদিও চারপাশে কী ঘটছে, তাতে ওই ব্য়ক্তির খুব একটা হেলদোল রয়েছে বলে মনে হয়নি।
advertisement
ভিডিও-তে আরও দেখা যাচ্ছে, গাড়ির সামনের আসনে বসা অন্য় এক যাত্রী একটি গ্লাস গাড়ির ছাদে বসা ব্য়ক্তির হাতে পৌঁছে দিলেন। তার পরেই বোতল থেকে মদ ঢেলে খেতে শুরু করেন ওই ব্য়ক্তি।
ট্য়ুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি বিভিন্ন সমাজমাধ্য়মে ভাইরাল হয়। ওই ভিডিও যাঁরাই দেখেছেন, তাঁরা ওই ব্য়ক্তির আচরণের তীব্র নিন্দা করেছেন। প্রকাশ্য়ে এ ভাবে মদ্য়পানকে সমর্থন করেননি কেউই। একজন নেট ব্য়বহারকারী লিখেছেন, 'পুলিশ ধরে পেটালে সমস্ত নেশা কেটে যাবে।' অন্য় আর একজন লিখেছেন, 'অভব্য়তা করার কোনও না কোনও উপায় মানুষ ঠিক খুঁজে বের করে।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Viral Video: যানজটে ফেঁসে গিয়ে গাড়ির ছাদেই আয়েশ করে মদ্য়পান! ভাইরাল গুরুগ্রামের ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement