Bengaluru News: এমন ভয়াবহ রাগ! চাকরি ছাঁটাইয়ের আক্রোশ মেটাতে যুবক যা করলেন... বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড

Last Updated:

চাকরি পাচ্ছিল না বেঙ্গালুরুর এক যুবক, সেই আক্রোশেই শহরের এক বাস চাকরি থেকে ছাঁটাই, আক্রোশে কন্ডাকটারকেই ছুরির কোপ যুবকের! বেঙ্গালুরুর ভিডিও ভাইরাল... কুপিয়ে দিল বছর ২৩-এর ওই যুবক। অপরাধ বলতে ওই কন্ডাকটার নিরাপত্তার খাতিরেই বাসের দরজা থেকে সরে দাঁড়াতে বলেছিলেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বাস ককন্ডাকটারের বুকে অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই যুবক। পুলিশ জানিয়েছে, ওই কন্ডাকটার আপাতত বিপদমুক্ত আছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এই বাসেই ভাঙচুর চালায় ওই যুবক। Picture Courtesy- X
এই বাসেই ভাঙচুর চালায় ওই যুবক। Picture Courtesy- X
বেঙ্গালুরু: চাকরি পাচ্ছিল না বেঙ্গালুরুর এক যুবক, সেই আক্রোশেই শহরের এক বাস চাকরি থেকে ছাঁটাই, আক্রোশে কন্ডাকটারকেই ছুরির কোপ যুবকের! বেঙ্গালুরুর ভিডিও ভাইরাল… কুপিয়ে দিল বছর ২৩-এর ওই যুবক। অপরাধ বলতে ওই কন্ডাকটার নিরাপত্তার খাতিরেই বাসের দরজা থেকে সরে দাঁড়াতে বলেছিলেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বাস ককন্ডাকটারের বুকে অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই যুবক। পুলিশ জানিয়েছে, ওই কন্ডাকটার আপাতত বিপদমুক্ত আছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ইতিমধ্যেই, বেঙ্গালুরু শহরের হোয়াইটফিল্ড এলাকার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি গত ১ অক্টোবরের। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম, হর্ষ সিনহা। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হর্ষ। কিছুদিন আগেও সে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। কিন্তু, গত তিন সপ্তাহ ধরে বেকার থাকার দরুন তিতিবিরক্ত হয়ে পড়েছিল। আর তারপরেই এই কাণ্ড!
advertisement
advertisement
বছর ৪৫- এর ছুরিকাহত ওই কন্ডাকটারের নাম যোগেশ। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনে কাজ করেন তিনি। ওই দিন হর্ষকে বাসের ফুটবোর্ড থেকে সরে দাঁড়াতে বলেন যোগেশ। আর তাতেই রীতিমত চটে যান ওই হর্ষ। এরপরেই ঝাঁপিয়ে পড়েন যোগেশের উপর। প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও কিছু পরেই পকেট থেকে ছুরি বের করে একের পর এক কোপ বসিয়ে দেন যোগেশের গায়ে।
advertisement
advertisement
এখানেই থেমে থাকেনি ওই অভিযুক্ত, অভিযোগ সহযাত্রীদের বাস খালি করার হুমকিও দিতে থাকে সে। এর কিছু পরে ব্যাগ থেকে হাতুড়ি বের করে বাসে ভাঙচুর চালায় বলেও অভিযোগ করা হয়।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রাণ ভয় বাস ছেড়ে পালাচ্ছেন বাসে থাকা লোকজন। হর্ষকে বাসের কাঁচ ভাঙতেও দেখা যায়।
advertisement
এই ঘটনায় গ্রেফতারির পর অভিযুক্তকে জেরা করার সময় পুলিশ জানতে পারে, কাজ না পেয়ে বিরক্ত হয়েই এই কাণ্ড ঘটায় সে। তাঁর এই ধরণের কাণ্ড ঘটানোর কোনও অভিপ্রায় ছিল না বলেও জানায় সে। দিন কুড়ি আগেই তাঁকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় বলেও জানায় সে।
advertisement
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ” অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্তের সব দিক খতিয়ে দেখছি।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru News: এমন ভয়াবহ রাগ! চাকরি ছাঁটাইয়ের আক্রোশ মেটাতে যুবক যা করলেন... বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement