Bengaluru News: এমন ভয়াবহ রাগ! চাকরি ছাঁটাইয়ের আক্রোশ মেটাতে যুবক যা করলেন... বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
চাকরি পাচ্ছিল না বেঙ্গালুরুর এক যুবক, সেই আক্রোশেই শহরের এক বাস চাকরি থেকে ছাঁটাই, আক্রোশে কন্ডাকটারকেই ছুরির কোপ যুবকের! বেঙ্গালুরুর ভিডিও ভাইরাল... কুপিয়ে দিল বছর ২৩-এর ওই যুবক। অপরাধ বলতে ওই কন্ডাকটার নিরাপত্তার খাতিরেই বাসের দরজা থেকে সরে দাঁড়াতে বলেছিলেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বাস ককন্ডাকটারের বুকে অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই যুবক। পুলিশ জানিয়েছে, ওই কন্ডাকটার আপাতত বিপদমুক্ত আছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বেঙ্গালুরু: চাকরি পাচ্ছিল না বেঙ্গালুরুর এক যুবক, সেই আক্রোশেই শহরের এক বাস চাকরি থেকে ছাঁটাই, আক্রোশে কন্ডাকটারকেই ছুরির কোপ যুবকের! বেঙ্গালুরুর ভিডিও ভাইরাল… কুপিয়ে দিল বছর ২৩-এর ওই যুবক। অপরাধ বলতে ওই কন্ডাকটার নিরাপত্তার খাতিরেই বাসের দরজা থেকে সরে দাঁড়াতে বলেছিলেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বাস ককন্ডাকটারের বুকে অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই যুবক। পুলিশ জানিয়েছে, ওই কন্ডাকটার আপাতত বিপদমুক্ত আছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ইতিমধ্যেই, বেঙ্গালুরু শহরের হোয়াইটফিল্ড এলাকার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি গত ১ অক্টোবরের। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম, হর্ষ সিনহা। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হর্ষ। কিছুদিন আগেও সে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। কিন্তু, গত তিন সপ্তাহ ধরে বেকার থাকার দরুন তিতিবিরক্ত হয়ে পড়েছিল। আর তারপরেই এই কাণ্ড!
advertisement
advertisement
বছর ৪৫- এর ছুরিকাহত ওই কন্ডাকটারের নাম যোগেশ। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনে কাজ করেন তিনি। ওই দিন হর্ষকে বাসের ফুটবোর্ড থেকে সরে দাঁড়াতে বলেন যোগেশ। আর তাতেই রীতিমত চটে যান ওই হর্ষ। এরপরেই ঝাঁপিয়ে পড়েন যোগেশের উপর। প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও কিছু পরেই পকেট থেকে ছুরি বের করে একের পর এক কোপ বসিয়ে দেন যোগেশের গায়ে।
advertisement
#Bengaluru: Passenger stabs BMTC bus conductor.
The assailant identified as Harsha Sinha, stabbed the conductor on Route No. 500 CK/13 near ITPL.
Sinha, after being asked to move for safety reasons, attacked the conductor.
Following the attack, Sinha threatened other… pic.twitter.com/RCqHGAAD7W
— South First (@TheSouthfirst) October 2, 2024
advertisement
এখানেই থেমে থাকেনি ওই অভিযুক্ত, অভিযোগ সহযাত্রীদের বাস খালি করার হুমকিও দিতে থাকে সে। এর কিছু পরে ব্যাগ থেকে হাতুড়ি বের করে বাসে ভাঙচুর চালায় বলেও অভিযোগ করা হয়।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রাণ ভয় বাস ছেড়ে পালাচ্ছেন বাসে থাকা লোকজন। হর্ষকে বাসের কাঁচ ভাঙতেও দেখা যায়।
advertisement
এই ঘটনায় গ্রেফতারির পর অভিযুক্তকে জেরা করার সময় পুলিশ জানতে পারে, কাজ না পেয়ে বিরক্ত হয়েই এই কাণ্ড ঘটায় সে। তাঁর এই ধরণের কাণ্ড ঘটানোর কোনও অভিপ্রায় ছিল না বলেও জানায় সে। দিন কুড়ি আগেই তাঁকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় বলেও জানায় সে।
advertisement
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ” অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্তের সব দিক খতিয়ে দেখছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 9:19 PM IST