New Delhi News: রাজধানীতে সক্রিয় আন্তর্জাতিক মাদক চক্র? দক্ষিণ দিল্লি থেকে বাজেয়াপ্ত হাজার হাজার কোটির কোকেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ফের শিরোনামে উঠে এল দিল্লি, বুধবার দিল্লির এক আন্তর্জাতিক ড্রাগ পাচারচক্র ফাঁস করল দিল্লি পুলিশ। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে, দক্ষিণ দিল্লির একটি এলাকা থেকে আনুমানিক ৫০০-এর কেজির বেশি কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়।
নয়াদিল্লি: ফের শিরোনামে উঠে এল দিল্লি, বুধবার দিল্লির এক আন্তর্জাতিক মাদক পাচারচক্র ফাঁস করল দিল্লি পুলিশ। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে, দক্ষিণ দিল্লির একটি এলাকা থেকে আনুমানিক ৫০০-এর কেজির বেশি কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রায় ৫৬০ কেজির বেশি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমুল্য প্রায় ২ হাজার কোটি টাকা।
advertisement
এই প্রসঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফ থেকে জানানো হয়, এই আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে কোনও মাদক সন্ত্রাসের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
ইতিমধ্যেই, এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। সূত্রের খবর, এই ঘটনায় আজ, দিল্লি পুলিশের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হবে বলেও জানানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 4:31 PM IST