Maharashtra Helicopter crash: পাহাড়ে আছড়ে পড়ল হেলিকপ্টার, ঘটনাস্থলেই পাইলট-সহ মৃত ৩
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Helicopter crash in pune: কুয়াশা ঘেরা পরিবেশে যান্ত্রিক ত্রুটি! পাহাড়ে আছড়ে পড়ল হেলিকপ্টার, ঘটনাস্থলেই পাইলট-সহ মৃত ৩।
advertisement
পুণে : একটি হেলিকপ্টার বুধবার সকালে মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়েছে। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের তিনজন যাত্রী ছিলেন। এই ঘটনায় প্রত্যেকেই নিহত হয়েছেন।
advertisement
সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, হেলিকপ্টারটি পুনের বাভধান এলাকা থেকে মুম্বই-এর দিকে যাচ্ছিল৷ মাঝে একটি পাহাড়ি এলাকা রয়েছে৷ মুম্বইয়ের জুহুতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।
ঘটনাটি প্রায় সকাল ৭:৩৫ টায় ঘটে, যখন হেলিকপ্টারটি পুনের অক্সফোর্ড গলফ কোর্স হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করে। পিম্প্রি চিনচওয়াড়ের যৌথ কমিশনার শশীকান্ত মহাভার্কার সংবাদকর্মীদের জানান দুর্ঘটনার জন্য আবহাওয়াও দায়ি। তিনি বলছিলেন, দুর্ঘটনার সময় আবহাওয়া খারাপ ছিল৷ চারপাশ ছিল কুয়াশাচ্ছন্ন। তাতেই সমস্যা হয়েছে৷
advertisement
হেলিকপ্টারটি দিল্লির একটি বেসরকারি বিমান সংস্থার মালিকানাধীন ছিল, পিটিআই রিপোর্ট করেছে।
প্রাথমিক তথ্য অনুসারে, নিহতদের মধ্যে দুইজন পাইলট এবং একজন যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা এএনআই-এর তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার স্থানে দুটি অ্যাম্বুলেন্স এবং চারটি ফায়ার ব্রিগেড উপস্থিত ছিল, ।
advertisement
এই ঘটনার সম্পর্কে মন্তব্য করে পিম্প্রি চিনচওয়াড়ের পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে পিটিআইকে বলেন, “হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের টিম এবং আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে পৌঁচেছে।”
আবহাওয়াকে দায়ি করলেও, ঠিক কোন কারণে হেলকপ্টারটি ভেঙে পড়েছে সেই ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি৷ কেউ কেউ মনে করছে, যন্ত্রাংশের ত্রুটির কারণেও ঘটনাটি ঘটতে পারে৷
advertisement
হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়৷ গত মাসেও এমনই এক ঘটনা ঘটেছে৷ একটি বেসরকারি হেলিকপ্টার পুনের পাউদ গ্রাম সংলগ্ন এলাকায় ভেঙে পড়েছিল৷ এটি মুম্বাইয়ের জুহু থেকে হায়দ্রাবাদের দিকে যাচ্ছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 3:37 PM IST