Viral Video: প্লেনের মধ্যে চলছে না এসি, দমবন্ধ পরিস্থিতি, তারপর যা যা হল, ভয়ানক ভিডিও

Last Updated:

যে এসি কাজ যদি কাজ না করত তাহলে তার ওড়া উচিত ছিল না৷ আমরা ওয়ান ওয়েতে টিকিটের জন্য ১২,০০০ টাকা দিয়েছি৷ কীসের জন্য৷

Viral Video: ac shutdown in go first flightViral Video: ac shutdown in go first flight- Photo Courtesy- Twitter Video Grab
Viral Video: ac shutdown in go first flightViral Video: ac shutdown in go first flight- Photo Courtesy- Twitter Video Grab
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াতে (Social Media) হঠাৎই একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ আর নেটিজেনদের মধ্যে দ্রুতগতিতে সেই ভিডিও ছড়িয়েও পড়ছে৷ এটি একটি প্লেনের ভিতরের ভাইরাল ভিডিও৷ ভিডিওটি নিয়ে দাবি করা হচ্ছে এটা গো ফার্স্ট ফ্লাইটের ভিডিও৷ সেখানে হঠাৎ করেই প্লেনের ভিতরের এসি কাজ করা বন্ধ করে দিয়েছিল৷ আর যার পরে প্লেনের মধ্যে একেবারে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়, চতুর্দিকে হাহাকার শুরু হয়ে যায়৷
ভাইরাল ভিডিওটি রোশনি বালিয়া নামের এক মহিলা নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লাইটের ভিতরের পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ যাত্রীরা প্লেনের মধ্যে দেওয়া সুরক্ষা সম্পর্কিত কার্ডগুলিকে পাখার মতো ব্যবহার করছে৷
এসি না চলার কারণে সকলের হাল একেবারে বেহাল হয়ে যায়৷ এক মহিলাকে প্লেনের মধ্যে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে৷ গরমের কারণে ফ্লাইটের মধ্যের যাত্রীরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে৷
advertisement
advertisement
মহিলা ভিডিও পোস্ট করে লিখেছেন গো ফার্স্টের  G8 2316  ফ্লাইটে আমার সবচেয়ে খারাপ অনুভবের কথা হয়েছে৷  এসি এখন কাজ করছিল না৷ পুরো বিমান যাত্রার সময় দম বন্ধ হয়ে উঠে আসতে থাকে৷ কিন্তু  এই ঘটনা থেকে বেরোনোর কোনও উপায় তাদের ছিল না৷ মহিলা বললেন ফ্লাইটের ভিতরে তিনজন অজ্ঞান হয়ে গিয়েছিলেন৷
advertisement
তাঁর ট্যুইটে গো ফার্স্ট ট্যুইট করেন আর বালিয়ার কাছে নিজের যাত্রার বিবরণ দিতে বলেন৷ তারপর তাঁরা জানান পুরো ঘটনার তদন্ত করে দেখবেন৷ মহিলা ১৪ জুন এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছিলেন৷
দেখে নিন ভাইরাল ভিডিও
advertisement
ভিডিওতে এক যাত্রী বলেন প্রত্যেকে ভীষণ গরম অনুভব করেছিলেন৷ উড়ান সাড়ে পাঁচটায় শুরু হয়৷ এবং এখন ৬.২০ হতে শুরু করেছে৷ কিন্তু এসি এখনও কাজ করছে না৷ একজনের ক্যান্সার আছে যিনি ক্লস্টোফভিক অর্থাৎ দমবন্ধ অনুভব করছে৷ মহিলা যাত্রী বলতে দেখা যায় যে এসি কাজ যদি কাজ না করত তাহলে তার ওড়া উচিত ছিল না৷ আমরা ওয়ান ওয়েতে টিকিটের জন্য ১২,০০০ টাকা দিয়েছি৷ কীসের জন্য৷
advertisement
মহিলা এই ভিডিওতে কিছু ট্যুইটার ব্যবহারকারী মামলার তদন্ত করছে৷ ডিজিসিএ -কেও এই ভিডিওতে ট্যাগ করা হয়েছে৷ ফার্স্ট গো ভিডিও গ্রুপ স্বশাসিত একটি বেসরকারি বিমান কোম্পানি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: প্লেনের মধ্যে চলছে না এসি, দমবন্ধ পরিস্থিতি, তারপর যা যা হল, ভয়ানক ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement