Viral Video: মরা জলহস্তীর ওপর দাঁড়িয়ে কাঁপছে সিংহী, চারদিকে ঘিরে রয়েছে ৪০ টি কুমীর, দেখুন

Last Updated:

সিংহীর তেজ বুদ্ধির এবংতার সঙ্গে দৃপ্ত পা ফেলা সকলকে চমকে দেয়৷

Viral Video: wildlife video series
Viral Video: wildlife video series
#নয়াদিল্লি: ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণ সংক্রান্ত ভিডিও সবসময়েই মনে ধরে৷  এতে অনেক সময়েই শিকার ধরার ভিডিও-য় সামনে আসে সেগুলিও দেখতে দারুণ লাগে৷ কখনও আবার শিকার ধরার থেকে শিকার হতে হতে বেঁচে যায় সেই ভিডিওগুলিও দারুণ পপুলার হয়৷ এখানে দেখে নিন এক সিংহী (Lion Escaped from 40 Crocodiles)  নিজের বুদ্ধির প্রকাশ দেখালেন৷ আর প্রাণে বাঁচলেন তিনি৷
ইউটিউবে এই ভিডিও দেখে লোকে একেবারে অবাক হয়ে যাচ্ছে৷ Antony Pesi নামের এক ব্যক্তি এই ভিডিও শ্যুট করেছে৷ কেনিয়ার মাসাইমারা ন্যাশানা রিজার্ভ ফরেস্ট (Masai Mara National Reserve) ভিডিও ছিল৷ ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে দলে থাকা সিংহ ও সিংহী রয়েছে৷ এখানের সিংহটি একদল কুমীরের হাত থেকে বেঁচেছে৷ এই ভিডিও-র নাটকীয়তা কোনও অ্যাকশন ফিল্মের চেয়ে কম নয়৷
advertisement
advertisement
৪০ কুমীর একটি সিংহী
ভাইরাল হওয়া এই ভিডিও  ২৩ মে শ্যুট করা হয়েছে৷ ভিডিওতে পেসি এক নদিতে সিংহী ফেঁসে গেছে৷ সিংহী নদীর মধ্যে একটি জলহস্তীর শবদেহের ওপর দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যায়৷  এইভাবে যখন সিংহীটা  দাঁড়িয়ে তখন কুমীররা তার দিকে যেতে থাকে৷  কিছু দেরিতে ৪০ টি কুমীর জলহস্তীর ভেসে চলা দেহটির দিকে আসলে খেতে এগিয়ে যাচ্ছিল৷ তার বাঁচা প্রায় অসম্ভব মনে হচ্ছিল৷ এই মধ্যে সিংহী যেভাবে ক্ষুধার্ত কুমীরগুলির থেকে বাঁচাচ্ছিল তাকে কোনও সিনেমার হিরোর থেকে কম নয়৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
সিংহীর তেজ বুদ্ধির এবংতার সঙ্গে দৃপ্ত পা ফেলা সকলকে চমকে দেয়৷ কিন্তু কুমীরের পিঠে চলতে চলতে কেমন বিদ্যুতের মতো সেখান থেকে পালিয়ে যায়৷ এক নেটিজেন এই কমেন্ট লিখেছে প্রকৃতির ফিটেস্ট৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মরা জলহস্তীর ওপর দাঁড়িয়ে কাঁপছে সিংহী, চারদিকে ঘিরে রয়েছে ৪০ টি কুমীর, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement