Home /News /off-beat /
Viral Video: মরা জলহস্তীর ওপর দাঁড়িয়ে কাঁপছে সিংহী, চারদিকে ঘিরে রয়েছে ৪০ টি কুমীর, দেখুন

Viral Video: মরা জলহস্তীর ওপর দাঁড়িয়ে কাঁপছে সিংহী, চারদিকে ঘিরে রয়েছে ৪০ টি কুমীর, দেখুন

Viral Video: wildlife video series

Viral Video: wildlife video series

সিংহীর তেজ বুদ্ধির এবংতার সঙ্গে দৃপ্ত পা ফেলা সকলকে চমকে দেয়৷

 • Share this:

  #নয়াদিল্লি: ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণ সংক্রান্ত ভিডিও সবসময়েই মনে ধরে৷  এতে অনেক সময়েই শিকার ধরার ভিডিও-য় সামনে আসে সেগুলিও দেখতে দারুণ লাগে৷ কখনও আবার শিকার ধরার থেকে শিকার হতে হতে বেঁচে যায় সেই ভিডিওগুলিও দারুণ পপুলার হয়৷ এখানে দেখে নিন এক সিংহী (Lion Escaped from 40 Crocodiles)  নিজের বুদ্ধির প্রকাশ দেখালেন৷ আর প্রাণে বাঁচলেন তিনি৷

  ইউটিউবে এই ভিডিও দেখে লোকে একেবারে অবাক হয়ে যাচ্ছে৷ Antony Pesi নামের এক ব্যক্তি এই ভিডিও শ্যুট করেছে৷ কেনিয়ার মাসাইমারা ন্যাশানা রিজার্ভ ফরেস্ট (Masai Mara National Reserve) ভিডিও ছিল৷ ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে দলে থাকা সিংহ ও সিংহী রয়েছে৷ এখানের সিংহটি একদল কুমীরের হাত থেকে বেঁচেছে৷ এই ভিডিও-র নাটকীয়তা কোনও অ্যাকশন ফিল্মের চেয়ে কম নয়৷

  আরও পড়ুন - CBI News: মামলার চাপ, কলকাতা সিবিআই দফতরে আসছে কমপক্ষে ১০ অফিসার 

  ৪০ কুমীর একটি সিংহী

  ভাইরাল হওয়া এই ভিডিও  ২৩ মে শ্যুট করা হয়েছে৷ ভিডিওতে পেসি এক নদিতে সিংহী ফেঁসে গেছে৷ সিংহী নদীর মধ্যে একটি জলহস্তীর শবদেহের ওপর দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যায়৷  এইভাবে যখন সিংহীটা  দাঁড়িয়ে তখন কুমীররা তার দিকে যেতে থাকে৷  কিছু দেরিতে ৪০ টি কুমীর জলহস্তীর ভেসে চলা দেহটির দিকে আসলে খেতে এগিয়ে যাচ্ছিল৷ তার বাঁচা প্রায় অসম্ভব মনে হচ্ছিল৷ এই মধ্যে সিংহী যেভাবে ক্ষুধার্ত কুমীরগুলির থেকে বাঁচাচ্ছিল তাকে কোনও সিনেমার হিরোর থেকে কম নয়৷

  আরও পড়ুন - West Bengal Weather Update: এবার হবে জবরস্ত বৃষ্টি, কবে থেকে কোন জেলায় কত ঝড়-বৃষ্টি জানুন এক ক্লিকে

  দেখে নিন সেই ভাইরাল ভিডিও

  সিংহীর তেজ বুদ্ধির এবংতার সঙ্গে দৃপ্ত পা ফেলা সকলকে চমকে দেয়৷ কিন্তু কুমীরের পিঠে চলতে চলতে কেমন বিদ্যুতের মতো সেখান থেকে পালিয়ে যায়৷ এক নেটিজেন এই কমেন্ট লিখেছে প্রকৃতির ফিটেস্ট৷
  Published by:Debalina Datta
  First published:

  Tags: Crocodile, Viral Video

  পরবর্তী খবর