Viral News: কুয়ো ভর্তি বিষধর সাপের মধ্যে এক ব্যক্তি, এক ছোবলেই হতে পারেন ছবি, তারপর...ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral News: সাম্প্রতিক সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এমনই একটি সাপের কুয়োর জীবনকে বাজি লাগিয়ে সাপের মোকাবিলা করে সেগুলিকে ধরছেন এক ব্যক্তি।
চোখের সামনে বিষধর সাপ দেখলে ভয় পাবেন না বা আঁতকে উঠবেন না এমন ব্যক্তি পাওয়া কঠিন। এবার ভাবুন তো একটি নয়, কোনও সাপ ভর্তি কুয়োর মধ্যে যদি আপাকে ছেড়ে দেওয়া হয় যেখানে কিং কোবরা, গোখরো, কেউটে, অজগর সহ আরও একাধিক বিষাক্ত ও বৃহদাকার সাপের বাস। তাহলে তো আর কতাই নেই। কিন্তু সাম্প্রতিক সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এমনই একটি সাপের কুয়োর জীবনকে বাজি লাগিয়ে সাপের মোকাবিলা করে সেগুলিকে ধরছেন এক ব্যক্তি।
পৃথিবীতে বিভিন্ন ধরণের মানুষ রয়েছে এবং তাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা রয়েছে। কেউ কেউ অন্য প্রাণীদের দেখলেই ভয় পায়। আবার কিছু মানুষ আছে যারা সবচেয়ে বিষাক্ত এবং বিপজ্জনক প্রাণী দেখেও ভয় পায় না। এমনই এক ব্যক্তির ভিডিও এই মুহূর্তে ভাইরাল। তিনি অন্যান্য সাধারণ প্রাণীর মতই বিষাক্ত সাপকেও মোকাবেলা করে। ভিডিওতে দেখা যায় উত্তর প্রদেশের যৌনপুর নামক একটি গ্রামে যেখানে একটি কুপে বিভিন্ন ধরনের বিষধর সাপের বাস। কুয়োর ভিতর সাপগুলিকে দেখলে শরীরের শিহরণ জাগবে আপনারও।
advertisement
advertisement
কিন্তু ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি একা সাপের কুয়োর ভিতরে নেমে পড়ে। নেমে প্রথমে কোন কোন সাপ রয়েছে তার বিবরণ দেয়। তারপর বিপজ্জনক সাপের মাঝে দাঁড়িয়ে সে একের পর এক সব সাপকে বস্তায় ভরতে থাকেন। সাপগুলিকে সে হাত দিয়েও ধরে। তিনি যখন এই দুঃসাধ্য কাজ করছেন তখন কুয়োর উপর গ্রামবাসীদের ভিড়। সকলেই দেখছেন কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তি সাপগুলিকে ধরছেন। প্রত্যেকটি সাপকে বস্তাবন্দি করে উপরে উঠে আসেন ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: গর্ভবতী হওয়ার পরও ছাড়তে পারেননি 'নেশা', দেখুন কী করেছিলেন আন্দ্রে রাসেলের লাস্যময়ী স্ত্রী
জানা যায় এমন দুঃসাহসীক কাজ করা ব্যক্তির নাম মুরলিওয়ালে হোসলা। ২০০০ সাল থেকে এমনভাবে সাপ ধরছেন তিনি যাতে মানুষের জীবন বিপদে না পড়ে এবং সাপকেও বাঁচানো যায়। @murliwalehausla নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে। যা কোটি কোটি মানুষ দেখেছেন এবং পছন্দ করেছেন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা। কিন্তু ওই ব্যক্তি যেভাবে সাপের কুয়োয় নেমে সাপ ধরলেন তাতে অলাক নেটিজেনরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 14, 2023 6:10 PM IST










