Viral Fuchka News: হাতের জাদুতে তুলকালাম, ৩ ঘণ্টায় ২০০০ বিক্রি! ফুচকা নয়, আকর্ষণের চরমে রংবেরঙের জল, তোলপাড় সোশ্যাল মিডিয়া
- Published by:Teesta Barman
- local18
Last Updated:
Viral Fuchka News: মাত্র ৩-৪ ঘণ্টায় প্রায় দেড় হাজার থেকে দু’হাজারটি ফুচকা বিক্রি হয়ে যায় তাঁর দোকান থেকে। আর এই সাফল্যের মূলে রয়েছে ফুচকার জল। জ্যোতি দু’রকমের জল দিয়ে ফুচকা পরিবেশন করেন।
গোয়ালিয়র: ফুচকায় বাজিমাত মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের ‘আন্টি পানিপুরি’ দোকানের। মালিক এক মহিলা, জ্যোতি সিং। সচরাচর পুরুষদেরই ফুচকার দোকান চালাতে দেখা যায়। কিন্তু ছক ভেঙে বেরিয়েছেন জ্যোতি। গত নয় বছর ধরে হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা গোয়ালিয়রের কৈলাস টকিজের মোড়ে ভিড় জমে যায় জ্যোতির দোকানে।
মাত্র ৩-৪ ঘণ্টায় প্রায় দেড় হাজার থেকে দু’হাজারটি ফুচকা বিক্রি হয়ে যায় তাঁর দোকান থেকে। আর এই সাফল্যের মূলে রয়েছে ফুচকার জল। জ্যোতি দু’রকমের জল দিয়ে ফুচকা পরিবেশন করেন। লাল জল আর সবুজ জল। সবুজ জলে থাকে পুদিনা, হিং, কাঁচা লঙ্কা, ধনে পাতা ছাড়াও আরও নানা ধরনের মশলা। লাল জলের উপকরণে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার মতো জিনিসপত্র। শিশুরা বেশি ভালবাসে সবুজ জল। মহিলারা তাঁর দোকানে গিয়ে ফুচকা খেতেই বেশি ভালবাসেন বলে জানালেন জ্যোতি।
advertisement
advertisement
স্বামীর কাছ থেকেও সাহায্য পান জ্যোতি। ফুচকার জল বানাতে কাঁধে কাঁধ মেলান স্বামীও। মহিলার দৈনিক রোজগার যে মোটেও নামমাত্র নয়, তা বুঝতে বেগ পেতে হয় না। ৫টি আটার ফুচকার দাম ১০ টাকা। ৬টি সুজির ফুচকার দাম ২০ টাকা।
advertisement
৫ বছর আগে ফুচকার সুস্বাদু জল বানিয়ে তিনি বিশেষ সম্মান পেয়েছিলেন বিভিন্ন সংস্থা থেকে। জ্যোতি রান্না করে খাওয়াতে ভালবাসেন। আর সেই শখকেই একদিন রোজগারের উপায় বানিয়ে ফেলেন তিনি। ভালবেসে ফুচকা বানিয়ে খাইয়ে আজ তিনি সফল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 10:32 AM IST