Puri: আজব শব্দে বাড়তে পারে সমস্যা! পুরীর জগন্নাথ মন্দিরে নেওয়া হল বড় সিদ্ধান্ত

Last Updated:

Puri: মন্দিরের প্রশাসনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিষ্ট্রেশেন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

পুরীর জগন্নাথ মন্দিরে নেওয়া হল বড় সিদ্ধান্ত
পুরীর জগন্নাথ মন্দিরে নেওয়া হল বড় সিদ্ধান্ত
পুরী: ইঁদুর তাড়াতে পুরানো পদ্ধতিতেই ভরসা রাখতে চলেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই মন্দিরে ইঁদুর ধরার জন্য একটি আধুনিক যন্ত্র উপহার দিয়েছিলেন এক ভক্ত। কিন্তু সেবাইতদের দাবি, সেই যন্ত্রের আওয়াজে ব্যাঘাত ঘটতে পারে ভগবানের নিদ্রার। তাই সেই যন্ত্র ব্যবহারের অনুমতি দিলেন না সেবাইতরা। প্রাচীন এই মন্দিরের প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিরাও এই বিষয়ে তাঁদের সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছেন। মন্দিরের প্রশাসনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিষ্ট্রেশেন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
তাঁরা জানিয়েছেন, ওই যন্ত্রটির নাম আর্থ ইনোভেশন। ইতিমধ্যেই এসজিটিএ-র অফিসে ওই যন্ত্র নিয়মিত ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করা হয়েছে। তাতে সুফলও মিলেছে। এর পরেই যন্ত্রটিকে মন্দির চত্বরকে ইঁদুর মুক্ত রাখার কাজেও ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মন্দিরের সেবায়েত এবং বিগ্রহের দেখভালের দায়িত্বে থাকা পাণ্ডারা তা নিয়ে আপত্তি তুলেছেন।
advertisement
advertisement
তাঁদের যুক্তি, ওই যন্ত্রে ইঁদুর তাড়ানোর জন্য একটি অদ্ভুত কম্পনের জেরে আওয়াজ হয়। ওই শব্দ মন্দিরের শান্তি নষ্ট করতে পারে। তাঁদের দাবি, শ্রী জগন্নাথ মন্দিরের আরাধ্য ভগবানের বিশ্রামে ব্যাঘাত ঘটাতে পারে। মন্দিরের অন্যতম সেবাইত ভবানীশঙ্কর সিঙ্গারী জানিয়েছেন, ‘‘মন্দিরের বেশ কিছু নিয়ম আছে। তার মধ্যে একটি হল, ভগবান যখন নিদ্রা যান, তখন মন্দিরের জয়বিজয় দ্বার থেকে শুরু করে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দুর্ভেদ্য অন্ধকার এবং পিন পড়া নৈশব্দ্য বজায় রাখতে হবে। কিন্তু এই যন্ত্রটিতে ইঁদুর তাড়ানোর জন্য একটি অদ্ভুত শব্দ তৈরি করে। যা ওই নৈশব্দ্য প্রতি মুহূর্তে ভেঙে নষ্ট করে দেবে। তা নিয়েই আমরা আমাদের আপত্তি জানিয়েছি।’’
advertisement
এসজিটিএ-র তরফে জানানো হয়েছে, ‘‘মন্দির চত্বরে ওই যন্ত্রের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠকে বসেছিলাম আমরা সেবায়েতদের সঙ্গে। এক ভক্তের দেওয়া ওই যন্ত্রের উপযোগিতা মেনে নিয়েও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে যে, মন্দির চত্বরে ওই যন্ত্রটি ব্যবহার করা হবে না। এ বিষয়ে মন্দির প্রশাসন সংক্রান্ত সমস্ত পক্ষই একমত হয়েছে।’’
advertisement
আপাতত পুরীর মন্দির চত্বরে ইঁদুরের দাপাদাপি কমাতে যে পুরনো পদ্ধতির প্রচলন ছিল সেই পদ্ধতিই চালু থাকছে। মন্দিরে ইঁদুর ধরার জন্য ইঁদুর মারার কলের সাহায্য নেওয়া হত এতদিন। মন্দিরের সেবায়েতদের আপত্তি না থাকায় সেই পদ্ধতিই বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে এসজিটিএ।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Puri: আজব শব্দে বাড়তে পারে সমস্যা! পুরীর জগন্নাথ মন্দিরে নেওয়া হল বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement