Mamata Banerjee: অখিলেশের পরে নবীন পট্টনায়েক! ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মমতা

Last Updated:

Mamata Banerjee: আজ ২৩শে মার্চ বিকেলে বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
কটক: অখিলেশ যাদবের পর নবীন পট্টনায়েক। ২০২৪ এর লক্ষ্যে অকংগ্রেসী অবিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কাজ কি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? গত শুক্রবার বিকেলে সমাজবাদী পার্টির প্রধানের সঙ্গে বৈঠকের পর আজ ২৩শে মার্চ বিকেলে বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
২০২৪ সালে উড়িষ্যায় বিধানসভা নির্বাচন। নবীন নীতিগত ভাবে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পক্ষে। যদিও নানা জাতীয় ইস্যুতে বিজেপির সঙ্গেই থেকেছে নবীনের দল। তবে ওড়িশার ঘরোয়া রাজনীতিতে ইদানিং বিজেপি নবীনের সমালোচনায় মুখর। উড়িষ্যার সংবাদমাধ্যমে এখন নবীন আর ধর্মেন্দ্র প্রধানের আরোপ আর প্রত্যারোপ প্রতিদিনের চর্চা। অন্যদিকে, নবীনের সঙ্গে মমতার সম্পর্ক বহুদিনের। আর নবীন ও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলেই মমতা-অখিলেশ বৈঠক হয়েছে। কালীঘাটে আগামীকাল বিকেল ৫টার সময় বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও এইচ ডি কুমারস্বামীর মধ্যে। সমাজবাদী পার্টির কনফারেন্সে যোগ দিতে গত সপ্তাহেই কলকাতায় এসেছিলেন অখিলেশ যাদব। সেখানেই তিনি কংগ্রেস ও বিজেপি উভয়ের বিরুদ্ধে সুর চড়ান। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে নবীন পট্টনায়কের সম্পর্ক বহুদিনের।
advertisement
advertisement
দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বিজেপি উড়িষ্যা রাজ্যেও সরকার গঠনের চেষ্টা করলেও বিজেডি তাদের গড় ধরে রেখেছে। এই অবস্থায় আজ বিকেলের বৈঠকে আগামী বছরে লোকসভা ভোটের বিরোধী ঐক্য নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসতে পারে। কারণ, মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস ও বিজেপি উভয়ের দলের সঙ্গে দূরত্ব বজায় করছে, এমন রাজনৈতিক দলগুলি যোগাযোগ করছে।
advertisement
অপর অংশের মতে, উড়িষ্যায় অনেক বাঙালি থাকেন। আবার পশ্চিমবঙ্গেও অনেকে উড়িষ্যার মানুষ থাকেন। ফলে ভোটের অঙ্কে সাহায্যের প্রশ্ন থাকে। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি, এদিন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে গেস্ট হাউজের জমি নিয়েও আলোচনা হবে। গতকালই উড়িষ্যার মুখ্যসচিব মমতা বন্দোপাধ্যায়কে গেস্ট হাউজের জন্য জমি দেখান।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: অখিলেশের পরে নবীন পট্টনায়েক! ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement