Jagdeep Dhankhar: মাঝরাতে বুকে তীব্র ব্যথা! শরীরে অস্বস্তি, এইমস হাসপাতালের CCU-তে ভর্তি জগদীপ ধনখড়! কেমন আছেন উপরাষ্ট্রপতি?

Last Updated:

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বুকে তীব্র ব্যথা অনুভব করায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এবং ডঃ রাজীব নারাং-এর তত্ত্বাবধানে রয়েছেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অসুস্থ হয়ে রবিবার ভোররাতে দিল্লির এইমস (AIIMS)-এ ভর্তি
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অসুস্থ হয়ে রবিবার ভোররাতে দিল্লির এইমস (AIIMS)-এ ভর্তি
নয়া দিল্লি: মাঝরাতে বুকে তীব্র ব্যথা! দিল্লির এইমস হাসপাতালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাত ২ টো নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হয়েছেন। বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় রাত ২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন।
এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডঃ রাজীব নারাং-এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
advertisement
advertisement
উপরাষ্ট্রপতির বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, তাঁর অবস্থা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। উপরাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি নিয়ে আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। তবে তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar: মাঝরাতে বুকে তীব্র ব্যথা! শরীরে অস্বস্তি, এইমস হাসপাতালের CCU-তে ভর্তি জগদীপ ধনখড়! কেমন আছেন উপরাষ্ট্রপতি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement