টলতে টলতে স্কুলে ঢুকলেন BEO! শিক্ষিকার সামনে এসে যা করলেন...মুখ দিয়ে 'ভকভক' করে মদের গন্ধ! তার পরই যা হল!

Last Updated:
Teacher: স্থানীয়দের অভিযোগ, উপেন্দ্র কুমার সিং দীর্ঘদিন ধরেই স্কুলগুলোর কাছ থেকে ঘুষ আদায়ের চেষ্টা করতেন। আহিরৌলিয়া স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকেও তিনি টাকা দাবি করেছিলেন, না দিলে সাসপেন্ড করার হুমকি দেন।
1/7
স্কুল চত্বরে ঢোকার পরেই স্পষ্ট হল, কিছু একটা অস্বাভাবিক। টলতে টলতে হাঁটছেন তিনি, মুখে মদের গন্ধ। শিক্ষিকারা বিস্মিত, আতঙ্কিত! এর পরই শুরু হল অশোভন আচরণ। দাবি উঠল ঘুষের, না হলে সাসপেনশন কিংবা বেতন বন্ধের হুমকি!
স্কুল চত্বরে ঢোকার পরেই স্পষ্ট হল, কিছু একটা অস্বাভাবিক। টলতে টলতে হাঁটছেন তিনি, মুখে মদের গন্ধ। শিক্ষিকারা বিস্মিত, আতঙ্কিত! এর পরই শুরু হল অশোভন আচরণ। দাবি উঠল ঘুষের, না হলে সাসপেনশন কিংবা বেতন বন্ধের হুমকি!
advertisement
2/7
সূত্রের খবর, কোঠওয়া ব্লকের শিক্ষা আধিকারিক (বিইও) উপেন্দ্র কুমার সিং মদ্যপ অবস্থায় আহিরৌলিয়া স্কুলে পৌঁছে এক শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ করেন।
সূত্রের খবর, কোঠওয়া ব্লকের শিক্ষা আধিকারিক (বিইও) উপেন্দ্র কুমার সিং মদ্যপ অবস্থায় আহিরৌলিয়া স্কুলে পৌঁছে এক শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ করেন।
advertisement
3/7
অনেকদিন ধরেই বিরক্ত হচ্ছিলেন ওই শিক্ষিকা। অবশেষে সমস্ত সহ্যের সীমা অতিক্রম হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিইও-কে গ্রেফতার করে।
অনেকদিন ধরেই বিরক্ত হচ্ছিলেন ওই শিক্ষিকা। অবশেষে সমস্ত সহ্যের সীমা অতিক্রম হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিইও-কে গ্রেফতার করে।
advertisement
4/7
যেখানে বিহারে কঠোর মদ নিষেধাজ্ঞা কার্যকর, সেখানে প্রশাসনেরই এক আধিকারিক প্রকাশ্যে সেই আইন ভাঙলেন! অভিযোগ অনুযায়ী, বিইও উপেন্দ্র কুমার সিং মদ্যপ অবস্থায় স্কুলে গিয়েছিলেন এবং শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করেন। শিক্ষিকা সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করে সাহায্য চান।
যেখানে বিহারে কঠোর মদ নিষেধাজ্ঞা কার্যকর, সেখানে প্রশাসনেরই এক আধিকারিক প্রকাশ্যে সেই আইন ভাঙলেন! অভিযোগ অনুযায়ী, বিইও উপেন্দ্র কুমার সিং মদ্যপ অবস্থায় স্কুলে গিয়েছিলেন এবং শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করেন। শিক্ষিকা সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করে সাহায্য চান।
advertisement
5/7
স্থানীয়দের অভিযোগ, উপেন্দ্র কুমার সিং দীর্ঘদিন ধরেই স্কুলগুলোর কাছ থেকে ঘুষ আদায়ের চেষ্টা করতেন। আহিরৌলিয়া স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকেও তিনি টাকা দাবি করেছিলেন, না দিলে সাসপেন্ড করার হুমকি দেন।
স্থানীয়দের অভিযোগ, উপেন্দ্র কুমার সিং দীর্ঘদিন ধরেই স্কুলগুলোর কাছ থেকে ঘুষ আদায়ের চেষ্টা করতেন। আহিরৌলিয়া স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকেও তিনি টাকা দাবি করেছিলেন।
advertisement
6/7
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিইও উপেন্দ্র কুমার সিং এর আগেও স্কুলগুলোর কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগ রয়েছে, আহিরৌলিয়া স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকেও তিনি টাকা দাবি করছিলেন এবং না দিলে তাঁকে বরখাস্ত বা বেতন বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।
বিইও উপেন্দ্র কুমার সিং এর আগেও স্কুলগুলোর কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগ রয়েছে, আহিরৌলিয়া স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত বা বেতন বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।
advertisement
7/7
বিহারের কোঠওয়া ব্লকের শিক্ষা আধিকারিক (বিইও) উপেন্দ্র কুমার সিং মদ্যপ অবস্থায় আহিরৌলিয়া স্কুলে পৌঁছে এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করেন। অনেকদিন ধরেই বিরক্ত হচ্ছিলেন ওই শিক্ষিকা। অবশেষে সমস্ত সহ্যের সীমা অতিক্রম হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিইও-কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বিহারের কোঠওয়া ব্লকের শিক্ষা আধিকারিক (বিইও) উপেন্দ্র কুমার সিং মদ্যপ অবস্থায় আহিরৌলিয়া স্কুলে পৌঁছে এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করেন। অনেকদিন ধরেই বিরক্ত হচ্ছিলেন ওই শিক্ষিকা। অবশেষে সমস্ত সহ্যের সীমা অতিক্রম হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিইও-কে গ্রেফতার করে।
advertisement
advertisement
advertisement