Vice President Dhankhar: 'সংসদই সবার উপরে...', নির্বাচিত প্রতিনিধিরাই চূড়ান্ত ক্ষমতাবান': বিচার বিভাগের সঙ্গে সংঘাত প্রশ্নে স্পষ্ট ধনখড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vice President Dhankhar: ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সবার উপরে সংসদ, তার উপরে আর কেউ নেই।’ সংসদে পাশ হওয়া আইনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নিয়ে বিতর্কের মাঝেই এবার শীর্ষ আদালতকে আরও বড় বার্তা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
নয়াদিল্লি: ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সবার উপরে সংসদ, তার উপরে আর কেউ নেই।’ সংসদে পাশ হওয়া আইনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নিয়ে বিতর্কের মাঝেই এবার শীর্ষ আদালতকে আরও বড় বার্তা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘সংসদে পাশ হওয়া আইনের উপর হস্তক্ষেপের অধিকার কারও নেই।’
প্রসঙ্গত, সাম্প্রতিক বিচার বিভাগীয় ‘ওভাররিচ’ বিতর্কে দ্বিগুণ জোর দিয়ে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মঙ্গলবার বলেন, নির্বাচিত প্রতিনিধিরা হলেন সাংবিধানিক বিষয়বস্তুর ‘চূড়ান্ত প্রভু’ এবং সংসদের উপরে কারও কোনও কর্তৃত্ব নেই। সংসদকে ‘সর্বোচ্চ ক্ষমতার আধার’ বলেও অভিহিত করেন উপরাষ্ট্রপতি ধনখড়।
advertisement
advertisement
একইসঙ্গে জরুরি অবস্থার সময়ের অতীতের উদাহরণও উল্লেখ করেছিলেন তিনি। কীভাবে নির্বাহী বিভাগ মৌলিক অধিকার স্থগিত করেছিল এবং শীর্ষ আদালতও সেই সিদ্ধান্ত বহাল রেখেছিল সেই দৃষ্টান্তের উল্লেখ করেন উপ রাষ্ট্রপতি।
মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সুর চড়িয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেন, ”১৯৭৭ সালে জরুরি অবস্থা জারি করা একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছিল। ফলে এই বিষয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয় যে সংসদই সর্বোচ্চ। তার উপরে আর কোনও সংস্থা থাকতে পারে না। কারণ সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন, তাঁরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 2:37 PM IST