Vehicle Crash on Expressway: এক্সপ্রেসওয়েতে মুখোমুখি দুই গাড়ি, ভিতরে ৮ জন যাত্রী! যা ঘটল এরপর, অবিশ্বাস্য বললেও কম হবে
- Published by:Salmali Das
Last Updated:
Vehicle Crash on Expressway: পুলিশের সূত্রে খবর, শনিবার রাতে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে দুই শিশু-সহ আটজন আহত হয়েছে।
নয়ডাঃ গ্রেটার নয়ডায় পথ দুর্ঘটনায় শিশু-সহ আহত হলেন আটজন। পুলিশের সূত্রে খবর, শনিবার রাতে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে দুই শিশু-সহ আটজন আহত হয়েছে। দু'টি গাড়িই আগ্রা থেকে নয়ডা পথে যাচ্ছিল, রাত ৯.৩০ টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন “দুর্ঘটনাটি ডানকাউর থানা সীমানার অধীনে থাকা যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটেছে, যার ফলে দুটি গাড়িতে থাকা আটজন যাত্রীই আহত হয়েছেন। আহতদের পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।” আহতরা হলেন ওম প্রকাশ গয়াল (৬০), মুকেশ সাইনি (৩২), লতা দেবী (৫৭), প্রশান্ত গয়াল (২৬), পঙ্কজ (৩৫) এবং শালু গোয়াল (৩২)।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ছয় এবং দুই বছর বয়সি দুই শিশুও দুর্ঘটনায় আহত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া দুটো গাড়িই মারুতি এরটিগা ছিল। একটির রেজিস্ট্রেশন রাজস্থানের এবং অপরটির দিল্লির। পুলিশের তরফ থেকে যানজট রুখতে ক্ষতিগ্রস্থ যানবাহনগুলিকে এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Greater Noida,Gautam Buddha Nagar,Uttar Pradesh
First Published :
March 19, 2023 10:29 AM IST