VC Recruitment Case: 'আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না', রাজ্যপালকে নোটিস সুপ্রিম কোর্টের! জয় দেখছে রাজ্য

Last Updated:

VC Recruitment Case: উপাচার্য নিয়োগ বিষয়ে রাজ্যপালকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত।

রাজ্যপালকে নোটিস সুপ্রিম কোর্টের
রাজ্যপালকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: উপাচার্য নিয়োগ বিষয়ে রাজ্যপালকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসতে হবে। উপাচার্য নিয়োগ মামলার শুনানিতে আজ এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, ‘আদালত অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করতে চায় না। উপাচার্য নিয়োগের ক্ষমতা কার, সেটা সংবিধান মেনে বেস্ট প্র্যাকটিস অনুযায়ী চলতে হবে। যা কিছু ঘটছে তা দুর্ভাগ্যজনক।’
উপাচার্য নিয়োগ মামলায় বিচারপতিদের মন্তব্য, “দিনক্ষণ ঠিক করুন। একসঙ্গে বসুন।” পরবর্তী শুনানি আগামী ৩১ অক্টোবর। সেদিনই নির্দেশ দেওয়া হবে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসতে হবে। দিনক্ষণ ঠিক করুন। একসঙ্গে বসুন।
আজ উপাচার্য নিয়োগ মামলায় শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, সম্প্রতি রাজ্যপাল যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন, তাঁরা কোনও সুযোগ-সুবি‌ধা পাবেন না। তাঁরা নিতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। এ ছাড়াও বিচারপতিরা আরও জানান , অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের যা যা আপত্তি রয়েছে, তা পরের শুনানিতে আদালতে জানাতে হবে। পাশাপাশি, সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি রাখা নিয়ে রাজ্য যে আবেদন করেছিল, তাতে এখনই সাড়া দিল না সুপ্রিম কোর্ট।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
VC Recruitment Case: 'আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না', রাজ্যপালকে নোটিস সুপ্রিম কোর্টের! জয় দেখছে রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement