Vantara Success Story: পেটের মধ্যে ছিল ২৭ টি পচা ডিম! 'শেরা' নামের বার্মিজ পাইথনটিকে মৃত্যুর মুখ কীভাবে উদ্ধার করে বনতারা? দেখুন

Last Updated:

Vantara Success Story: অনন্ত আম্বানির নেতৃত্ব রিলায়েন্স ফাউন্ডেশনের বনতারা একটি বার্মিজ পাইথনকে উদ্ধার করে। তারপর ওই বার্মিজ পাইথনটির প্রজনন সংক্রান্ত সমস্যা দূর করতে, তার অস্ত্রোপচার করা হয়।

মুম্বই: রিলায়েন্স ফাউন্ডেশনের বনতারা বন্য প্রাণীদের উদ্ধার করে তাদের জীবনযাপনের দ্বিতীয় সুযোগ তৈরি করে দেয়। ডিম বিক্রির জন্য বারবার প্রজনন করানো হত একটি বার্মিজ পাইথনকে। এর ফলে সেটি প্রজনন সংক্রান্ত সমস্যায় ভুগছিল। অনন্ত আম্বানির নেতৃত্ব সেটিকে উদ্ধার করা হয়। তারপর ওই বার্মিজ পাইথনটির প্রজনন সংক্রান্ত সমস্যা দূর করতে, তার অস্ত্রোপচারও করা হয়।
IUCN রেড লিস্ট অনুসারে বার্মিজ পাইথনের সংখ্যা দিন দিন কমছে। এটি বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে অন্যতম। কিন্তু এটি বাড়িতে পোষা যায়। তাই প্রায়ই এদের অবৈধ ভাবে প্রজনন করানো হয়।
advertisement
শেরা নামে এই সাপটির অবস্থা খুব গুরুতর হয়েছিল। শরীরের গহ্বর ফুলে গিয়েছিল। পেটের ভিতর ফোঁড়া বাড়ছিল, খাদ্য গ্রহণের ইচ্ছা কমে যাচ্ছিল। কিন্তু, অবাক করা বিষয় হল যে, যখন এটির অপারেশন করা হয়েছিল, তখন বনতারার উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের ভেটেরিনারি দল কমপক্ষে ২৭ টি পচা ডিম খুঁজে পেয়েছিল। যা আর কিছু দিন থাকলেই এর জীবনহানি পর্যন্ত ঘটতে পারত।
advertisement
দক্ষ ভাবে এবং সময় মতো চিকিৎসা করাতে বেঁচে উঠেছিল শেরা। বনতারাতে দু’হাজারেরও বেশি কর্মী রয়েছেন। যেটি সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক প্রাণীকে উদ্ধার করে যত্নের সঙ্গে তাঁদের চিকিৎসা করেছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে পশুচিকিৎসকের দলটি সোনোগ্রাফি এবং সিটি স্ক্যান-সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন। সবটা করার পর তাঁরা বোঝেন পাইথনটিকে অস্ত্রোপচার করা ছাড়া আর কোনও উপায় নেই। সাবধানে অ্যানেস্থেশিয়ার করে শেরাকে অপারেশন করার জন্য আনা হয়।
advertisement
ভেটেরিনারি দল তারপর অপারেশন শুরু করে। তখনই তার পেটের ভিতর থেকে ২৭ টি পচা ডিম বার হয়। এগুলি শেরার কোয়েলম সংক্রমণের বড় কারণ ছিল। তারপর গহ্বরটি ভাল করে পরিষ্কার করা হয়।
এইভাবে শেরাকে বাঁচানো হয়, তারপর তাকে উপযুক্ত পরিবেশে স্থানান্তরিত করা হয়। খাদ্যের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।
advertisement
বনতারায় উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্রের মতে, অত্যাধুনিক অবকাঠামোর কারণে এই পুরো প্রক্রিয়াটি করা সম্ভব হয়েছে। এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, ডেন্টাল স্কেলার, লিথোট্রিপসি, ডায়ালাইসিস, OR1 প্রযুক্তি-সহ নানা অত্যাধুনিক প্রযুক্তিতে ভরা এই হাসপাতাল ও চিকিৎসা গবেষণা কেন্দ্র লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অপারেশন করা সম্ভব হয়েছে।
এর আগে, CNN-News18-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অনন্ত আম্বানি জানান, এই নতুন উদ্যোগটি নেওয়া হয়েছে পশু কল্যাণের জন্য পাশাপাশি তিনি এর মাধ্যমে সমাজের জন্যও কিছু করতে চান। ভানতারা গুজরাটের রিলায়েন্সের জামনগর শোধনাগার কমপ্লেক্সের গ্রিন বেল্টের মধ্যে ৩০০০ একর জুড়ে বিস্তৃত।
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী সমাজসেবী নীতা আম্বানির ছেলে, অনন্ত খুব তাড়াতাড়ি রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে করতে চলেছেন। ১ থেকে ৩ মার্চ জামনগরে তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানগুলি হবে। তার জন্য ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি নিচ্ছেন। বাণিজ্য ও বিনোদন জগতের অনেকেই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
বাংলা খবর/ খবর/দেশ/
Vantara Success Story: পেটের মধ্যে ছিল ২৭ টি পচা ডিম! 'শেরা' নামের বার্মিজ পাইথনটিকে মৃত্যুর মুখ কীভাবে উদ্ধার করে বনতারা? দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement