Vaishno Devi: বৈষ্ণো দেবী যাওয়ার রাস্তায় ধস! প্রবল বৃষ্টিতে কাদা-মাটি পাথরের স্রোত...বিপদের আশঙ্কায় ভক্তেরা

Last Updated:

ব্যাটারি কার রুট বন্ধ হওয়ায় পুরো চাপ এখন পুরনো রুটের উপর পড়েছে, ফলে সেখানে ভিড় বেড়েছে। এমন পরিস্থিতিতে, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ভক্তরা বিশেষ সহায়তার প্রয়োজন বোধ করছেন।

News18
News18
জম্মু ও কাশ্মীর: প্রবল বৃষ্টিতে ধসে গেল বৈষ্ণো দেবী যাওয়ার রাস্তা৷ সোমবার ভারী বৃষ্টিপাত হয় কাটরা এলাকায়৷ পাহাড়ের উপরের দিক থেকে জায়গায় জায়গায় নামতে থাকে কাদা স্রোত৷ যার জেরে অর্ধকুমারী থেকে হিমকোটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় ব্যাটারি কার রুট। পাশাপাশি, জেসিবি দিয়ে বন্ধ রাস্তাগুলি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।
সকালের দিকে, যখন ভক্তরা ব্যাটারি কার রুটে কাটরা থেকে হিমকোটির দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই প্রবল বৃষ্টি শুরু হয়। পাহাড়ের উপর থেকে ধসে পড়তে শুরু করে কাদা, বড় বড় পাথর৷ ধস নেমে পুরো রাস্তাটাই বন্ধ হয়ে যায়৷ সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ভক্তরা অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন।
advertisement
advertisement
ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই শ্রী মাতা বৈষ্ণো দেবী স্রিন বোর্ডের তরফে জরুরি পরিষেবা স্বরূপ রাস্তার উপর থেকে জেসিবি মারফত কাদামাটি পাথরের স্তূপ সরানোর কাজ শুরু করেছে৷
বোর্ডের এক ঊর্ধ্বতন কর্তা বলেন, ‘‘আমরা প্রথমেই ভক্তদের নিরাপত্তার দিকটা দেখি। যত তাড়াতাড়ি সম্ভব রুটটা খোলার যথাসাধ্য চেষ্টা করছি। এই রুটটা না খোলা পর্যন্ত, ভক্তদের পুরনো হাঁটার পথ ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।’’
advertisement
আরও পড়ুন: মোদি-শাহের গুজরাতে আসন ছিনিয়ে নিল AAP! পঞ্জাবেও বড় জয়…এক ভোটে দুই আসন দখল কেজরির দলের
ব্যাটারি কার রুট বন্ধ হওয়ায় পুরো চাপ এখন পুরনো রুটের উপর পড়েছে, ফলে সেখানে ভিড় বেড়েছে। এমন পরিস্থিতিতে, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ভক্তরা বিশেষ সহায়তার প্রয়োজন বোধ করছেন।
advertisement
বৈষ্ণোদেবী যাত্রায় বৃষ্টিপাতের ব্যাঘাত এই প্রথম নয়, তবে এবার তীব্রতা বেশি ছিল, যার কারণে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। প্রশাসন আবহাওয়ার উপর নজর রাখছে এবং ত্রাণ কাজ চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Vaishno Devi: বৈষ্ণো দেবী যাওয়ার রাস্তায় ধস! প্রবল বৃষ্টিতে কাদা-মাটি পাথরের স্রোত...বিপদের আশঙ্কায় ভক্তেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement