Vaishno Devi Massive Landslide: 'জয় মাতাদি' স্লোগান তুলে বৈষ্ণোদেবী যাচ্ছিলেন ভক্তরা, আচমকা তাদের উপরেই নামল ভয়ঙ্কর ধস! চলছে উদ্ধারকাজ, আটকে বহু
- Published by:Shubhagata Dey
Last Updated:
Vaishno Devi Massive Landslide: জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত, সোমবার সকালে কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথেও নামল ভয়ঙ্কর ধস। ধসের জেরে রাস্তার উপরে একটি শেড ধসে পড়েছে, যাতে বহু মানুষ আটকে পড়েন।
কাটরা: জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত, সোমবার সকালে কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথেও নামল ভয়ঙ্কর ধস। ধসের জেরে রাস্তার উপরে একটি শেড ধসে পড়েছে, যাতে বহু মানুষ আটকে পড়েন। চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনই অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
ভূমিধসে ক্ষতিগ্রস্ত রুটটি যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ওই এলাকা থেকে পাওয়া একটি ভিডিওতে এলাকায় ভারী বৃষ্টিপাত এবং কাছেই ভূমিধস হচ্ছে, তা দেখা যাচ্ছে। এর আগে, জম্মু ও কাশ্মীরের উঁচু অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, ভারতীয় সেনাবাহিনী আরও একবার অমরনাথ তীর্থযাত্রীদের জীবন রক্ষায় তার অবিচল প্রতিশ্রুতি দেখিয়েছে।
আরও পড়ুনঃ আজ শ্রাবণের প্রথম সোমবার, শিব ভক্তরা মাসভর ভুলেও ছোঁবেন না ‘এই’ কয়েকটি জিনিস! সংসারে অশান্তি চরমে, তছনছ জীবন
১৬ জুলাই সন্ধ্যায়, অবিরাম বৃষ্টিপাতের ফলে রায়ালপাথরি ও বারিমার্গের মধ্যবর্তী জেড মোড়ে ধস নামে, যার ফলে যাত্রা বন্ধ হয়ে যায় এবং বিপুল সংখ্যক তীর্থযাত্রী আটকা পড়েন। গত ৩৬ ঘণ্টা ধরে উপত্যকায় প্রবল বৃষ্টির জেরে ১৭ জুলাই বন্ধ ছিল অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
advertisement
এদিকে, সোমবার উত্তরাখণ্ডের ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, দেরাদুন, তেহরি, পৌরি, নৈনিতাল, চম্পাওয়াত এবং উধম সিং নগরের কিছু এলাকায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 11:00 AM IST