পুজোর মণ্ডপে ভয়ঙ্কর আগুন, ঠাকুর দেখতে গিয়ে পাঁচজন নিহত, আহত অন্তত ৬৪

Last Updated:

Vadohi Pandal Fire: ঠাকুর দেখতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু পাঁচজনের। ভয়ানক ঘটনা।

#ভদোহি: পুজোর প্যান্ডেলে ভয়ানক অগ্নিকাণ্ড।
উত্তরপ্রদেশের ভদোহির আওরাই কোতোয়ালি থেকে কিছুটা দূরে অবস্থিত একতা দুর্গা পূজা প্যান্ডেলে রবিবার রাত ৮টার দিকে আরতির সময় আগুন লাগে। দুর্ঘটনায় একটি ছেলে অঙ্কুশ সোনি (১২) এবং এক মহিলা জয়াদেবী (৪৫) সহ পাঁচজন প্রাণ হারান।
৬৪ জনের বেশি দগ্ধ হয়েছেন সেই আগুনে। আহতদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি। তাদের সিএইচসি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই হাসপাতাল থেকে ৩৭ জনকে বারাণসীতে রেফার করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- Arvind Kejriwal: কেজরিওয়ালকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ রাজকোটে !
২০ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএম-এসপি এবং অন্যান্য আধিকারিক এবং দমকল বাহিনী। ডিএম গৌরাঙ্গ রথী এবং এসপি ডাঃ অনিল কুমার ঘটনাস্থলে উদ্ধার কাজ তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
পরে এডিজি জোন রামকুমার এবং বিন্ধ্যাচল কমিশনার যোগেশ্বর রাম মিশ্রও আসেন। ডিএমের মতে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার ব্রিগেড এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মণ্ডপে সেই সময় দেড়শোর বেশি মানুষ উপস্থিত ছিলেন।
advertisement
আওরাই-ভদোহি সড়কে অবস্থিত প্যান্ডেলটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। রোববার সন্ধ্যায় দেড়শোর বেশি মানুষ সেখানে আরতিতে দেখতে আসেন। প্যান্ডেলে ডিজিটাল শো চলছিল। প্যান্ডেলে তৈরি গুহায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রচুর গ্রামবাসী ছুটে আসেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ৫২টি অ্যাম্বুলেন্স আসে।  প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত অন্য দুজনের মধ্যে একটি মেয়ে ও এক বছরের একটি শিশু রয়েছে।
advertisement
আরও পড়ুন- 'বিদায় কমরেড', কেরলকে কাঁদিয়ে প্রয়াত সিপিআইএম নেতা বালাকৃষ্ণণ! শোকের ছায়া
দুর্ঘটনার তদন্তে চার সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। দলটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, এক্সইএন হাইল এবং ফায়ার সেফটি অফিসার রয়েছে। ঘটনার কারণ ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
পুজোর মণ্ডপে ভয়ঙ্কর আগুন, ঠাকুর দেখতে গিয়ে পাঁচজন নিহত, আহত অন্তত ৬৪
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement