কর্পোরেট চাকরির মোহ নেই, পতিত জমিতে এই ফলের চাষ করে কোটিপতি তরুণ ইঞ্জিনিয়ার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Uttarpradesh Farming: ইঞ্জিনিয়ারিং পাশ করেও কর্পোরেট চাকরিজীবন থেকে দূরেই থাকলেন ৷
শাহজাহানপুর : ছিল পতিত জমি, হয়ে গেল সোনার ফসলের আবাদি জমি ৷ তাক লাগালেন উত্তরপ্রদেশের এক ইঞ্জিনিয়ার ৷ ছকভাঙা পথে পা রেখে বাজিমাত ওই তরুণের ৷ ইঞ্জিনিয়ারিং পাশ করেও কর্পোরেট চাকরিজীবন থেকে দূরেই থাকলেন ৷ ড্রাগন ফ্রুটের চাষ করে এখন কোটিপতি অতুল মিশ্র ৷
উত্তরপ্রদেশের শাহজাহানপুরে আল্লাহগঞ্জ থানার চিলাহুয়া গ্রামের বাসিন্দা অতুল চেন্নাই থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেন ৷ সংবাদসংস্থাকে তিনি জানান, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মোটা বেতনের চাকরি তিনি ইচ্ছে করেই নেননি ৷ বরং তিনি তাঁর গ্রামের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন ৷ তাঁর জেলাকে গর্বিত করতে চেয়েছিলেন ৷ ইন্টারনেটে সার্চ করে তিনি ড্রাগন ফ্রুট চাষ করার কথা ভাবেন ৷ ২০১৮ সালে মহারাষ্ট্রের শোলাপুর থেকে তিনি ড্রাগন ফ্রুটের চারা প্রথম বার কেনেন ৷ তার পর পারিবারিক মালিকানার পরিত্যক্ত জমিতে চাষ করেন ৷ সাফল্য দেখে তিনি ৫ একর জমিতে চাষ শুরু করেন ৷
advertisement
আরও পড়ুন : যেন ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য! ভারী বর্ষণে বিদ্যুৎহীন হাসপাতাল, মোবাইলের টর্চের আলোয় চলল চিকিৎসা
অতুল আরও জানিয়েছেন তাঁদের পরিবারের আরও ৭ একর পরিত্যক্ত জমি আছে ৷ সেখানেও পরের মরশুমে তিনি ড্রাগন ফ্রুট চাষ করতে চান ৷ চাষের কাজে অতুলকে সাহায্য করছেন আরও তিন জন পুরুষ এবং এক জন মহিলা ৷ আগে অতুলদের জমিতে গম চাষ হত ৷ তার তুলনায় ড্রাগন ফ্রুট অনেক বেশি লাভজনক বলে জানিয়েছেন অতুল ৷ ড্রাগন ফ্রুট চাষের পাশাপাশি তিনি এই গাছের চারা বিলিও করছেন বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানার কৃষকদের মধ্যে ৷ উৎসাহীদের ড্রাগনফ্রুট চাষ নিয়ে পরামর্শও দেন অতুল ৷
advertisement
advertisement
আরও পড়ুন : সমস্যা জমিজট, উত্তরের সেচ সমস্যা মেটাতে উদ্যোগী অভিষেক
ক্রান্তীয় জলবায়ুর এই ফল মূলত পাওয়া যায় মেক্সিকো ও মধ্য আমেরিকায় ৷ ড্রাগন ফ্রুটের স্বাদ অনেকটা কিউয়ি এবং নাশপাতির মতো ৷ ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স ও থাইল্যান্ডেও ড্রাগনফ্রুট চাষ করা হয় ৷ ভারতের মহারাষ্ট্রেও এই ফলের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ অতুল জানিয়েছেন তিনি গাছের চারা লাগানোর এক বছর পর ড্রাগন ফ্রুটের চারায় ফল ধরেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 11:32 AM IST