যেন ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য! ভারী বর্ষণে বিদ্যুৎহীন হাসপাতাল, মোবাইলের টর্চের আলোয় চলল চিকিৎসা

Last Updated:

Uttarpradesh Hospital: এক ঘণ্টারও বেশি সময় ধরে মোবাইলের টর্চ জ্বেলে রোগীদের পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকরা ৷

ভারী বর্ষণের জেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় বিঘ্নিত হয় বিদ্যুৎ পরিষেবা
ভারী বর্ষণের জেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় বিঘ্নিত হয় বিদ্যুৎ পরিষেবা
বালিয়া : মাঝে মাঝে সিনেমা ও বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায় ৷ যেমন ‘থ্রি ইডিয়টস’-এর একটি সিকোয়েন্স যেন পর্দা থেকে উঠে এসে ধরা দিল উত্তরপ্রদেশের এক হাসপাতালে ৷ সেখানে মোবাইল ফোনের টর্চ জ্বেলে রোগীদের চিকিৎসা করলেন চিকিৎসকরা ৷ সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ রবিবার ভারী বর্ষণের জেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় বিঘ্নিত হয় বিদ্যুৎ পরিষেবা ৷ এবং এক ঘণ্টারও বেশি সময় ধরে মোবাইলের টর্চ জ্বেলে রোগীদের পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকরা ৷
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে স্ট্রেচারে শুয়ে থাকা এক মহিলার পাশে ভিড় করে আছেন কিছু মানুষ ৷ এক জন মোবাইল ফোন ধরে ছিলেন ৷ যাতে বাকি চিকিৎসকরা রোগিণীকে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন ৷ অন্য একটা ছবিতে দেখা গিয়েছে গাঢ় অন্ধকারে অপেক্ষা করছেন রোগীরা ৷ চিকিৎসক আর ডি রাম জানিয়েছেন প্রায় ১৫-২০ মিনিট ধরে তাঁদের হাসপাতালে জেনারেটর চালু করা যায়নি ৷ তত ক্ষণ মোবাইলের টর্চই ছিল ভরসা ৷ কিন্তু অভিযোগ, প্রায় ১ ঘণ্টা চিকিৎসাপর্বের ভরসা ছিল মোবাইলের টর্চ ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  দেবীপক্ষের আগেই ‘সুইগি’ গার্লের জয়জয়কার! হুইলচেয়ারে করেই খাবার পৌঁছে দেন বাড়ির দরজায়
কিন্তু জেনারেটর চালু করতেই বা এত সময় লাগল কেন? কারণ জেনারেটর থাকলেও ব্যাটারি ছিল না ৷ হাসপাতালের মতো অত্যাবশ্যকীয় জায়গায় কেন জেনারেটরে ব্যাটারি থাকে না? চিকিৎসক আর ডি রামের অভিযোগ, ব্যাটারি থাকলেই চুরি হয়ে যায়! তাই সরিয়ে রাখা হয়েছে ৷ এই ঘটনায় সরকারি তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যেন ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য! ভারী বর্ষণে বিদ্যুৎহীন হাসপাতাল, মোবাইলের টর্চের আলোয় চলল চিকিৎসা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement