শেষ ধাপে উদ্ধারকাজ, সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনতে আর কতক্ষণ? জানুন সর্বশেষ আপডেট

Last Updated:

বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বের করে আনতে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একুশ জন সদস্য৷

সুড়ঙ্গে প্রবেশ করেছে এনডিআরএফ৷ ছবি-এএনআই৷
সুড়ঙ্গে প্রবেশ করেছে এনডিআরএফ৷ ছবি-এএনআই৷
উত্তরকাশী: সম্ভবত বৃহস্পতিবার সকালের মধ্যেই উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে৷ বুধবার রাতে এমনই দাবি করেছেন উদ্ধারকারী দলের অন্যতম প্রধান সদস্য এবং জোজিলা সুড়ঙ্গের প্রজেক্ট হেড হরপাল সিং৷
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরপাল সিং বুধবার রাতে জানিয়েছেন, শ্রমিকদের বের করে আনতে যে পাইপ ধসে পড়া পাথরের স্তূপ কেটে প্রবেশ করানো হচ্ছে, সেটি ৪৪ মিটার পথ অতিক্রম করেছে৷ বাকি আর ১২ মিটার রাস্তা৷ কিন্তু স্তূপাকৃত পাথরের মধ্যে বেশ কিছু স্টিলের টুকরো আটকে রয়েছে৷ যেগুলি পাইপের প্রবেশে বাধা সৃষ্টি করছে৷ রাতেই ওই স্টিলের অংশগুলি কেটে পাইপ ঢোকানোর কাজ শেষ হবে৷ আপাতত এই প্রক্রিয়াকেই শেষ চ্যালেঞ্জ হিসেবে ধরছেন উদ্ধারকারীরা৷
advertisement
advertisement
সবমিলিয়ে সেই কাজ করতে প্রায় ঘণ্টাখানের সময় লাগবে৷ তার পর বাকি পথটুকু পাইপ প্রবেশ করাতে আরও ঘণ্টা পাঁচেক সময় লাগবে৷ হরপাল সিং-এর আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বৃহস্পতিবার সকাল আটটার মধ্যেই আটকে থাকা শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনা সম্ভব হবে৷
advertisement
advertisement
বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বের করে আনতে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একুশ জন সদস্য৷ স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন তাঁরা৷ সুড়ঙ্গের বাইরে তৈরি রাখা হয় অ্যাম্বুল্যান্স৷
উদ্ধার করে আনার পর আটকে থাকা শ্রমিকদের চিকিৎসায় একটি হাসপাতালও তৈরি রাখা হয়েছে৷ এখন শুধু ১২ দিন সুস্থ এবং অক্ষত অবস্থায় ৪১ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসার অপেক্ষায় গোটা দেশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শেষ ধাপে উদ্ধারকাজ, সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনতে আর কতক্ষণ? জানুন সর্বশেষ আপডেট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement