শেষ ধাপে উদ্ধারকাজ, সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনতে আর কতক্ষণ? জানুন সর্বশেষ আপডেট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বের করে আনতে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একুশ জন সদস্য৷
উত্তরকাশী: সম্ভবত বৃহস্পতিবার সকালের মধ্যেই উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে৷ বুধবার রাতে এমনই দাবি করেছেন উদ্ধারকারী দলের অন্যতম প্রধান সদস্য এবং জোজিলা সুড়ঙ্গের প্রজেক্ট হেড হরপাল সিং৷
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরপাল সিং বুধবার রাতে জানিয়েছেন, শ্রমিকদের বের করে আনতে যে পাইপ ধসে পড়া পাথরের স্তূপ কেটে প্রবেশ করানো হচ্ছে, সেটি ৪৪ মিটার পথ অতিক্রম করেছে৷ বাকি আর ১২ মিটার রাস্তা৷ কিন্তু স্তূপাকৃত পাথরের মধ্যে বেশ কিছু স্টিলের টুকরো আটকে রয়েছে৷ যেগুলি পাইপের প্রবেশে বাধা সৃষ্টি করছে৷ রাতেই ওই স্টিলের অংশগুলি কেটে পাইপ ঢোকানোর কাজ শেষ হবে৷ আপাতত এই প্রক্রিয়াকেই শেষ চ্যালেঞ্জ হিসেবে ধরছেন উদ্ধারকারীরা৷
advertisement
advertisement
সবমিলিয়ে সেই কাজ করতে প্রায় ঘণ্টাখানের সময় লাগবে৷ তার পর বাকি পথটুকু পাইপ প্রবেশ করাতে আরও ঘণ্টা পাঁচেক সময় লাগবে৷ হরপাল সিং-এর আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বৃহস্পতিবার সকাল আটটার মধ্যেই আটকে থাকা শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনা সম্ভব হবে৷
advertisement
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Harpal Singh, one of the rescue team members says, “…NDRF is quite confident, they will cut the steal and machine (gas cutter) will work…I feel that approximately by 8 am in the morning, the entire rescue operation will be… pic.twitter.com/xQEToB7KBq
— ANI (@ANI) November 22, 2023
advertisement
বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বের করে আনতে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একুশ জন সদস্য৷ স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন তাঁরা৷ সুড়ঙ্গের বাইরে তৈরি রাখা হয় অ্যাম্বুল্যান্স৷
উদ্ধার করে আনার পর আটকে থাকা শ্রমিকদের চিকিৎসায় একটি হাসপাতালও তৈরি রাখা হয়েছে৷ এখন শুধু ১২ দিন সুস্থ এবং অক্ষত অবস্থায় ৪১ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসার অপেক্ষায় গোটা দেশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 1:33 AM IST