Hooghly News: 'মা খেয়ে নিও, বাবাকেও খেতে বলো!' উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বার্তা পুড়শুড়ার জয়দেবের
- Published by:Debamoy Ghosh
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে ইতিমধ্যেই রান্না করা খাবার, ফল পাঠানো হচ্ছে৷
পুড়শুড়া: উত্তর কাশীর সুড়ঙ্গের ভিতরে আটকে ছেলে৷ গত ১১ দিন ধরে শুধু শুনেছেন, উদ্ধারের চেষ্টা চলছে৷ ছেলের চিন্তায় কার্যত খাওয়া, ঘুম উড়ে গিয়েছিল হুগলির পুড়শুড়ার নিমডিঙির বাসিন্দা পরমাণিক পরিবারের৷ কারণ যে ৪১ জন শ্রমিক উত্তর কাশীর ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ওই পরিবারের ছেলে জয়দেব৷ একই অবস্থা পুড়শুড়ার হরিণখালির বাসিন্দা শৌভিক পাখিরার পরিবারেও৷ জয়দেবের সঙ্গে শৌভিকও ওই সুড়ঙ্গেই বন্দি৷
শেষ পর্যন্ত পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে পাঠানো ক্যামেরায় রেকর্ড করা জয়দেবের বার্তা এসে পৌঁছল তাঁর বাবা, মায়ের কাছে৷ ওই বার্তায় জয়দেব বাবা- মাকে জানিয়েছেন তিনি ভাল আছেন৷ বাবা এবং মাকে সময় মতো খেয়ে নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন জয়দেব৷
advertisement
advertisement
ছেলের ছবি দেখে খানিক নিশ্চিন্ত হলেও উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না জয়দেবের বাবা-মা তাপস ও তাপসী পরমাণিক৷ জয়দেবের বাবা তাপস পরমাণিকের কথায়, যতক্ষণ না ছেলে উদ্ধার হচ্ছে, স্বস্তি পাচ্ছি না৷ যাঁদের সন্তান রয়েছে, এই উদ্বেগ তাঁরাই বুঝতে পারবেন৷
উত্তর কাশীর ওই সুড়ঙ্গে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন হরিণখালির বাসিন্দা শৌভিক৷ আর জয়দেব কাজ করছিলেন সার্ভেয়র হিসেবে৷ জয়দেবের বাবার এলাকায় একটি চায়ের দোকান রয়েছে৷ সেই উপার্জনেই সংসার চলত৷ পরিবারের পাশে দাঁড়াতেই বছর দেড়েক আগে ভিন রাজ্যে কাজে যান জয়দেব৷
advertisement
সুড়ঙ্গে ছেলের আটকে পড়ার খবর কার্যত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন জয়দেবের মা৷ মা-বাবার উদ্দেশে জয়দেব বলে, ‘আমি ঠিক আছি, তোমরাও ভাল থেকো, সময়ে খেয়ে নিও৷ ‘ আর ছেলের সেই কথা শুনে মনে স্বস্তি ফেরে জয়দেবের বাবা ও মায়ের।
এ দিনই উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গ কেটে আটকে থাকা শ্রমিকদের অনেকটাই কাছে পৌঁছন সম্ভব হয়েছে৷ ফলে খুব শিগগিরই উত্তর কাশী থেকে আরও ভাল খবর আশার অপেক্ষায় রয়েছে জয়দেব এবং শৌভিকের পরিবার৷
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: 'মা খেয়ে নিও, বাবাকেও খেতে বলো!' উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বার্তা পুড়শুড়ার জয়দেবের