Hooghly News: 'মা খেয়ে নিও, বাবাকেও খেতে বলো!' উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বার্তা পুড়শুড়ার জয়দেবের

Last Updated:

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে ইতিমধ্যেই রান্না করা খাবার, ফল পাঠানো হচ্ছে৷

+
মোবাইলে

মোবাইলে ছেলের পাঠাবনো বার্তা দেখছেন উদ্বিগ্ন বাবা-মা৷

পুড়শুড়া: উত্তর কাশীর সুড়ঙ্গের ভিতরে আটকে ছেলে৷ গত ১১ দিন ধরে শুধু শুনেছেন, উদ্ধারের চেষ্টা চলছে৷  ছেলের চিন্তায় কার্যত খাওয়া, ঘুম উড়ে গিয়েছিল হুগলির পুড়শুড়ার নিমডিঙির বাসিন্দা পরমাণিক পরিবারের৷ কারণ যে ৪১ জন শ্রমিক উত্তর কাশীর ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ওই পরিবারের ছেলে জয়দেব৷ একই অবস্থা পুড়শুড়ার হরিণখালির বাসিন্দা শৌভিক পাখিরার পরিবারেও৷ জয়দেবের সঙ্গে শৌভিকও ওই সুড়ঙ্গেই বন্দি৷
শেষ পর্যন্ত পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে পাঠানো ক্যামেরায় রেকর্ড করা জয়দেবের বার্তা এসে পৌঁছল তাঁর বাবা, মায়ের কাছে৷ ওই বার্তায় জয়দেব বাবা- মাকে জানিয়েছেন তিনি ভাল আছেন৷ বাবা এবং মাকে সময় মতো খেয়ে নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন জয়দেব৷
advertisement
advertisement
ছেলের ছবি দেখে খানিক নিশ্চিন্ত হলেও উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না জয়দেবের বাবা-মা তাপস ও তাপসী পরমাণিক৷ জয়দেবের বাবা তাপস পরমাণিকের কথায়, যতক্ষণ না ছেলে উদ্ধার হচ্ছে, স্বস্তি পাচ্ছি না৷ যাঁদের সন্তান রয়েছে, এই উদ্বেগ তাঁরাই বুঝতে পারবেন৷
উত্তর কাশীর ওই সুড়ঙ্গে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন হরিণখালির বাসিন্দা শৌভিক৷ আর জয়দেব কাজ করছিলেন সার্ভেয়র হিসেবে৷ জয়দেবের বাবার এলাকায় একটি চায়ের দোকান রয়েছে৷ সেই উপার্জনেই সংসার চলত৷ পরিবারের পাশে দাঁড়াতেই বছর দেড়েক আগে ভিন রাজ্যে কাজে যান জয়দেব৷
advertisement
সুড়ঙ্গে ছেলের আটকে পড়ার খবর কার্যত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন জয়দেবের মা৷ মা-বাবার উদ্দেশে জয়দেব বলে, ‘আমি ঠিক আছি, তোমরাও ভাল থেকো, সময়ে খেয়ে নিও৷ ‘ আর ছেলের সেই কথা শুনে মনে স্বস্তি ফেরে জয়দেবের বাবা ও মায়ের।
এ দিনই উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গ কেটে আটকে থাকা শ্রমিকদের অনেকটাই কাছে পৌঁছন সম্ভব হয়েছে৷ ফলে খুব শিগগিরই উত্তর কাশী থেকে আরও ভাল খবর আশার অপেক্ষায় রয়েছে জয়দেব এবং শৌভিকের পরিবার৷
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: 'মা খেয়ে নিও, বাবাকেও খেতে বলো!' উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বার্তা পুড়শুড়ার জয়দেবের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement