Uttarkashi Tunnel Collapse: পাইপই ভরসা! ৪২ মিটার ড্রিলিং, পরপর পৌঁছচ্ছে অ্যাম্বুল্যান্স... চলছে উদ্ধার অভিযান
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছে আপেল, কমলালেবু,-সহ বিভিন্ন প্রকার ফল, প্রতিটি প্রায় ৫-১০ কেজি করে৷ এ ছাড়াও পাঠানে হয়েছে পাঁচ ডজন কলা৷ পাঠানো হয়েছে অতিরিক্ত ওষুধ৷ এখন প্রস্তুতি চলছে ওই পাইপ দিয়ে রান্না করা খিচুড়ি, রুটি-সবজি পাঠানোর৷
উত্তরকাশী: বদলাচ্ছে উত্তর কাশীর পরিস্থিতি। ৪২ মিটার ৪০০ মিমি পাইপ ড্রিল করা হয়েছে। পরবর্তী তিন মিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, অনুভূমিক ড্রিলিংয়ের জন্য অগার মেশিন কাজ করছে। সমস্ত কর্মীরা শীঘ্রই নিরাপদে বেরিয়ে আসবেন।
advertisement
আরও দুটি অ্যাম্বুল্যান্স উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল সাইটে পৌঁছেছে। ভিতরে আটকে থাকা ৪১ জন কর্মীকে উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন – ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়
উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের জন্য ভাল খবর আসতে পারে বলেই খবর৷ উদ্ধারকার্য পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ জানিয়েছে, হতে পারে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালের মধ্যে ভাল খবর আসতে পারে৷ অর্থাৎ, এ বার ধীরে ধীরে উদ্ধার হতে পারেন আটকে থাকা শ্রমিকরা৷
advertisement
আরও কপি পড়তে ফলো করুন – https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুরোপুরি কাজ করছে উত্তরকাশীর টানেলে ব্যবহার করা পাইপ৷ ফলে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে খাবার৷ তেমনই দাবি করা হয়েছে উদ্ধারকার্য পরিচালনাকারীদের পক্ষ থেকে৷ বলা হয়েছে, মোট ছ’ইঞ্চি চওড়া একটি পাইপ ওই টানেলের মধ্যে দিয়ে ব্যবহার করা হয়েছিল৷ এখন সেটি পুরোপুরি কাজ করছে৷ ইতিমধ্যে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছে আপেল, কমলালেবু,-সহ বিভিন্ন প্রকার ফল, প্রতিটি প্রায় ৫-১০ কেজি করে৷ এ ছাড়াও পাঠানে হয়েছে পাঁচ ডজন কলা৷ পাঠানো হয়েছে অতিরিক্ত ওষুধ৷ এখন প্রস্তুতি চলছে ওই পাইপ দিয়ে রান্না করা খিচুড়ি, রুটি-সবজি পাঠানোর৷
advertisement
VIDEO | “The auger machine is working and we hope that all our worker brothers will be out safely soon,” says Uttarakhand CM @pushkardhami on Silkyara, Uttarkashi tunnel rescue. pic.twitter.com/mesXyBjcII
— Press Trust of India (@PTI_News) November 22, 2023
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Two more Ambulances have reached the Silkyara tunnel site, as the rescue operation to bring out 41 workers trapped inside, continues.
A part of the tunnel collapsed in Uttarkashi on November 12. pic.twitter.com/3QxGHyhiGV
— ANI (@ANI) November 22, 2023
advertisement
এ দিকে, মঙ্গলবার উত্তরাখণ্ড হাইকোর্টের তরফ থেকে শ্রমিকদের উদ্ধারকাজের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে৷ পাশাপাশি, আদালত জানতে চেয়েছে, এই শ্রমিকদের উদ্ধারকাজের জন্য ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে৷ উল্লেখ্য, ওই আংশিক ভগ্নদশায় থাকা টানেলের ভিতর আটকে পড়েছেন মোট ৪১ জন শ্রমিক৷ আর সেই নিয়ে দেহরাদুনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে মামলা রুজু করে, তার প্রেক্ষিতেই আদালত এই বিষয়টি জানতে চেয়েছে৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 3:58 PM IST