Uttarakhand Tunnel Collapse: মাত্র কিছুক্ষণের অপেক্ষা! আটকে থাকা শ্রমিকদের জন্য প্রস্তুত ৪১ টি অ্যাম্বুল্যান্স , ২ টি হেলিকপ্টার! আর কী কী?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
অবশেষে ১৭ দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ উত্তরকাশীর সুড়ঙ্গ মঙ্গলবারই বের করে আনা হবে ৪১ জন শ্রমিকদের৷
উত্তরাখণ্ড: অবশেষে ১৭ দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ উত্তরকাশীর সুড়ঙ্গ মঙ্গলবারই বের করে আনা হবে ৪১ জন শ্রমিকদের৷ শ্রমিকদের স্বাস্থ্যের কথা ভেবে তৈরি ৪১টি অ্যাম্বুল্যান্স৷ সঙ্গে রয়েছে ২ টি হেলিকপ্টার৷ উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ উদ্ধারকার্যের তিন থেকে চারটি পর্যায় রয়েছে৷
ঘটনাস্থলের এক আধিকারিক জানালেন,‘‘ ডাক্তারদের একটি টিম ইতিমধ্যেই প্রস্তুত৷ এয়ার ফোর্সের সেনারাও প্রস্তুত থাকছেন৷’’ সুড়ঙ্গে এতদিন ধরে আটকে থাকা শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের জন্য থাকছেন মনস্তত্ত্ববিদও৷
আরও পড়ুন: উদ্ধারে পথের কাঁটা প্রকৃতি! উত্তরকাশীতে বৃষ্টি, তুষারপাত, কীভাবে সুড়ঙ্গ থেকে বাইরে আসবেন ৪১ শ্রমিক?
advertisement
#WATCH | Uttarkashi tunnel rescue | Akshet Katyaal, MD, Accurate Concrete Solutions says “…The pipe has been pushed inside very cautiously without any hurdle, a breakthrough has been achieved and the pipe has passed through. The work to rescue labourers has started. There are… pic.twitter.com/CNt1qdSqvB
— ANI (@ANI) November 28, 2023
advertisement
মোট ৪১টি অ্যাম্বুল্যান্স আনা হয়েছে ঘটনাস্থলে৷ প্রতিটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে রয়েছে একটি করে পাইলট গাড়ি৷ সুড়ঙ্গ থেকে বার করে আনার পর প্রাথমিক পরীক্ষার পর শ্রমিকদের নিয়ে যাওয়া হবে হাসপাতালে৷ সেখানেই বাকি চিকিৎসা করা হবে শ্রমিকদের৷
এই দীর্ঘ সুড়ঙ্গবাসের কারণে তাঁদের মানসিক যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটি কাটাতে ইতিমধ্যে মনরোগ বিশেষজ্ঞ কথা বলেছেন শ্রমিকদের সঙ্গে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 4:12 PM IST