Roorkee Spa Centre: রোজ দিনভর দলে দলে আসত, যেত সুন্দরীরা! আনাগোনা ছিল নানা বয়সের পুরুষদের! আচমকা এল পুলিশ, তারপর...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Roorkee Spa Centre: উত্তরাখণ্ডের রুরকি জেলার গাংনাহার থানা এলাকার রামনগরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে মানব পাচার বিরোধী এবং পুলিশের যৌথ অভিযানে পুলিশ একটি স্পা সেন্টারে একটি অনৈতিক রেড লাইট এরিয়ার পর্দাফাঁস করেছে।
রুরকি: সুন্দরী মহিলাদের ঘন ঘন আসা-যাওয়া লেগেই থাকত, আসত নানা বয়সের, নানা পেশার, নানা শ্রেণির পুরুষরা। অনেকদিন ধরেই অভিযোগ আসছিল স্পা সেন্টারের আড়ালে হয়তো কোনও অবৈধ কাজকর্ম চলে সেখানে, এদিন পুলিশি তল্লাশিতে যা সামনে এল তাতে হতবাক সকলেই।
উত্তরাখণ্ডের রুরকি জেলার গাংনাহার থানা এলাকার রামনগরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে মানব পাচার বিরোধী এবং পুলিশের যৌথ অভিযানে পুলিশ একটি স্পা সেন্টারে একটি অনৈতিক রেড লাইট এরিয়ার পর্দাফাঁস করেছে। স্পা সেন্টার থেকে আটক করা হয়েছে চার মহিলা এবং এক পুরুষ। দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন স্পা সেন্টারে অনৈতিক মধুচক্রের খবর আসছিল।
advertisement
আরও পড়ুনঃ শুধু একটি নয়, পরিচয়-বিয়ে-হানিমুনে ‘এই’ ৮ ভুল করে ফেলে রাজা…! কেন বিয়ের পরও বুঝতে পারল না সোনম বিশ্বাসঘাতক?
পুলিশ যখন স্পা সেন্টারে অভিযান চালায়, তখন সেখান থেকে কনডম, ওষুধ এবং অন্যান্য সামগ্রী-সহ নানা জিনিস উদ্ধার করা হয়। অভিযানের পর পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, স্পা সেন্টারের অপারেটর উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। এই পদক্ষেপের পর থেকেই শহরের স্পা অপারেটরদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
advertisement
advertisement
স্পা সেন্টারের মালিক-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার মানব পাচার বিরোধী সেলের কাছে খবর আসে, গাংনাহার কোতোয়ালি এলাকার রামনগরে অবস্থিত একটি স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছে। এমন খবর পেয়ে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের একটি দল এসে হাজির হয়। এরপর স্থানীয় পুলিশের সঙ্গে প্রায় ২০-২৫ জন পুলিশকর্মী রামনগরে অবস্থিত স্পা সেন্টারে অভিযান চালায়। পুলিশি তৎপরতায় চাঞ্চল্য ছড়ায় স্পা সেন্টারে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে চার মহিলা-সহ পাঁচজনকে আটক করা হয়। তাদের স্পা সেন্টারে আপত্তিকর অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 6:23 PM IST