Uttarakhand News: বিদেশে চাকরির টোপ, ফাঁদে পা দিতেই ২৫ হাজার টাকায় বিক্রি সাত যুবক, তারপর?

Last Updated:

Uttarakhand News: বিদেশে ভালো চাকরির টোপ। প্রতারকদের ফাঁদে পা দিতেই ২৫ হাজার টাকা করে বিক্রি হয়ে গেল উত্তরাখণ্ডের সাত যুবক, তারপর?

বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা!
বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা!
দেরাদুন: বিদেশে চাকরির লোভনীয় টোপ! সেই ফাঁদে পা দিতেই বিপদ৷ প্রতারণা চক্রে ফেঁসে যাওয়া উত্তরাখণ্ডের বেশ কয়েকজনকে উদ্ধার করেছে পুলিশ৷
উত্তরাখণ্ড থেকে সাত যুবককে চাকরির অজুহাত দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল৷ যেখানে তাদের মাথা প্রতি ২৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়৷ এই কেলেঙ্কারি পিছনে রয়েছে দুজন৷ গুজরাট থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে প্রতারকের সঙ্গীটি হাতছাড়া হয়েছে৷ জানা গিয়েছে সে দুবাই পালিয়ে গিয়েছে৷
advertisement
advertisement
পুলিশ তদন্তে জানা গেছে যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধম সিং নগর থেকে এই যুবকদের প্রথমে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল, তারপরে তাদেরকে মায়ানমারে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদেরকে অনলাইন প্রতারণার কাজ করতে বাধ্য করা হয়েছিল। ছেলেগুলি সেই কাজ করতে অস্বীকার করলে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলেই খবর।
ধৃতদের মধ্যে একজন, চম্পাবতের বাসিন্দা৷ সেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন, তিনি আর তাঁর বন্ধুরা একসঙ্গে দিল্লি গিয়েছিলেন কাজের খোঁজে৷ সেখানেই খাটিমার বাসিন্দা রাহুল এবং গুজরাটের বাসিন্দা জয়দীপ রামজি নামের দুই প্রতারকের সঙ্গে তাঁদের পরিচয় হয়৷ এই দুই ব্যক্তি তাঁদের বিদেশে চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে।
advertisement
ছেলেটি এরপর পুরো ঘটনার কথা জানিয়েছেন৷ তাঁর কথা অনুযায়ী, দিল্লি থেকে ব্যাংককে পৌঁছতেই একটা ব্যাপার তাঁরা বুঝে গিয়েছিলেন৷ বিক্রি হয়ে গিয়েছেন তাঁরা সবাই৷ চুক্তির ব্যাপারটাও আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। পরে তাঁদের মায়ানমারে নিয়ে গিয়ে অনলাইনে প্রতারণার ব্যবসা করতে বাধ্য করা হয়। কোনও মতে একটা ফোন জোগাড় করে যুবকটি পরিবারকে গোটা ঘটনা ও পরিস্থিতির কথা জানায়৷ এরপর বিদেশ মন্ত্রকের সহায়তায় যুবকদের উদ্ধার করে উত্তরাখণ্ডে ফিরিয়ে আনা হয়।
advertisement
এমন ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও প্রতারণার ফাঁদে পা দিয়েছেন অনেকেই৷ বিদেশে চাকরির নামে মানুষ পাচার ও প্রতারণার ব্যাপারটা দিন কে দিন ভয়ংকর হয়ে উঠেছে৷ পুলিশ মামলার তদন্ত শুরু করেছে, প্রতারকদের খোঁজে তল্লাশি চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand News: বিদেশে চাকরির টোপ, ফাঁদে পা দিতেই ২৫ হাজার টাকায় বিক্রি সাত যুবক, তারপর?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement