Bihar News: গঙ্গার ভয়ঙ্কর রূপ, মাত্র ২৬ সেকেন্ডে গঙ্গার পেটে তলিয়ে গেল আস্ত বাড়ি

Last Updated:

Bihar News: প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে গঙ্গা, মাত্র ২৬ সেকেন্ডেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত বাড়ি, প্রবল আতঙ্কে এলাকাবাসী।

বিহারে ভয়ঙ্কর গঙ্গা, গিলে নিল আস্ত একটা বাড়ি
বিহারে ভয়ঙ্কর গঙ্গা, গিলে নিল আস্ত একটা বাড়ি
ভাগলপুর: প্রবল বৃষ্টির প্রভাব। ভাগরপুরে গঙ্গার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কিত এলাকাবাসী। গত কয়েকদিন ধরে ভাগলপুরের সবুর ব্লকের মাসাধু গ্রামে গঙ্গার তীব্র ভাঙন অব্যাহত। গত কয়েক বছরের মতো এবারও গঙ্গা ও কোসি নদীর ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে ভাগলপুর ও নাভাগাছিয়া এলাকায় রীতিমতো ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে মানুষ৷
ভাঙনের প্রভাব মারাত্মক৷ গত তিন দিনে নদী তীরবর্তী গ্রামে প্রায় ৪০ থেকে ৪৫টি বাড়িঘর গঙ্গায় তলিয়ে গিয়েছে৷ এমন পরিস্থিতিতেও প্রশাসন কার্যত উদাস৷ প্রশাসন বা জনপ্রতিনিধিদের কাউকেই ক্ষতিগ্রস্থ এলাকায় দেখা যায়নি বলে খবর৷
advertisement
advertisement
একটি লাইভ ভিডিয়োতে দেখা গিয়েছে, মাত্র ২৬ সেকেন্ডের মধ্যে তাসের ঘরের মতো একটি কংক্রিটের ঘর কীভাবে গঙ্গায় তলিয়ে গিয়েছে। ব্যাপারটা শুধু একটি বাড়ি কেন্দ্রিক নয়৷ এলাকার শত শত মানুষ আপাতত ঘর বাঁচাতে ব্যস্ত। কিন্তু, নদী ভাঙন প্রক্রিয়ার সামনে তারা কার্যত অসহায়। অনেক ক্ষেত্রে রুদ্র রূপের গঙ্গা গ্রামবাসীদের বাড়িঘর থেকে জিনিসপত্র সরানোর সুযোগও দিচ্ছে না৷ অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে বাড়ি ঘর ভেসে যাওয়া দেখা ছাড়া কিছুই করতে পারছেন না তাঁরা৷
advertisement
জেলা প্রশাসন গঙ্গার ভাঙন রোধে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল৷ কিন্তু সেগুলি কাজে আসেনি৷ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে কয়েক সেকেন্ডের মধ্যে বাড়িঘর ভেঙ্গে পড়ছে৷ কথা ছিল এই এলাকায় একটি বাঁধ তৈরি করা হবে৷ তা আর এগোয়নি৷ এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে৷
advertisement
ভাঙনের এই মর্মান্তিক ঘটনা গ্রামবাসীর জীবনকে বিপর্যস্ত করেছে। প্রতিদিনই মানুষ দেখছে তাদের পাকা ঘরগুলো ভেঙ্গে পড়ছে, কিন্তু তাঁদের সাহায্যের জন্য প্রশাসনের তরফে কোনও ভূমিকাই নেওয়া হচ্ছে না৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar News: গঙ্গার ভয়ঙ্কর রূপ, মাত্র ২৬ সেকেন্ডে গঙ্গার পেটে তলিয়ে গেল আস্ত বাড়ি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement