Corona | Covid 19: কখনও কি করোনা আক্রান্ত হয়েছিলেন? তাহলে ভুলেও করবেন না এই সমস্ত কাজ, হতে পারে ভয়ঙ্কর বিপদ

Last Updated:

এরমধ্যেই সামনে এসেছে পিলিভিট জেলা হাসপাতালের ওপিডির চমকপ্রদ পরিসংখ্যান। দেখা যাচ্ছে, যে সমস্ত রোগী শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাঁদের বেশিরভাগই কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই তাঁরা নানা অসুস্থতার সম্মুখীন হচ্ছেন।

সৃজিত অবস্থী/পিলিভিট: করোনার সেই ভয়ঙ্কর সময় আমরা কাটিয়ে উঠেছি৷ কোভিডের করাল থাবায় পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন বহু মানুষ৷ আবার অনেকেই যুদ্ধ জয় করে জীবনে ফিরে এসেছেন স্বমহিমায়৷ কিন্তু, যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের মধ্যেও এখন অনেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তাই এখন নিজেদের আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন৷ এমন পরিস্থিতিতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেজ্ঞেরা৷
প্রায় দু’বছর ধরে গোটা ভারত কোভিড সংক্রমণের কবলে ছিল। এ সময় লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান বলছে, পিলিভিটে করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন মোট ১৪,০১০ জন। এর মধ্যে মারা যান ২১০ জন। বেশির ভাগ লোকই করোনা জয় করতে সমর্থ হয়েছিলেন।
advertisement
advertisement
এরমধ্যেই সামনে এসেছে পিলিভিট জেলা হাসপাতালের ওপিডির চমকপ্রদ পরিসংখ্যান। দেখা যাচ্ছে, যে সমস্ত রোগী শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাঁদের বেশিরভাগই কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই তাঁরা নানা অসুস্থতার সম্মুখীন হচ্ছেন।
advertisement
ব্যায়াম ওষুধের মতোই গুরুত্বপূর্ণ
এ বিষয়ে পিলিভিট জেলা হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাঃ রমাকান্ত সাগর বলেন, ‘‘জেলা হাসপাতালে এমন সব রোগীরা আসছেন যাঁরা একবার অন্তত করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। এঁদের মধ্যে কেউ কেউ এখনও ফুসফুসের সমস্যায় ভুগছেন। এই ধরনের লোকদের ওষুধের সঙ্গে তাঁদের দৈনন্দিন রুটিনে ব্যায়ামও অন্তর্ভুক্ত করা উচিত। এই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ধূমপান, মদ্যপান, রাস্তার পাশের রাস্তার খাবার খাওয়া ইত্যাদি এড়িয়ে চলতে হবে।’’
বাংলা খবর/ খবর/দেশ/
Corona | Covid 19: কখনও কি করোনা আক্রান্ত হয়েছিলেন? তাহলে ভুলেও করবেন না এই সমস্ত কাজ, হতে পারে ভয়ঙ্কর বিপদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement