Who is this Girl: এই ছোট্ট দুষ্টুমিষ্টি মেয়েটাকে চেনেন? এখন তো গোটা দেশই এঁকে নিয়ে তোলপাড়, দেখুন তো চিনতে পারেন কি না

Last Updated:
Who is this Actress: কে এই অভিনেত্রী? আপনি, আমি আমরা সবাই আবার আমাদের ছোটবেলা ফিরে পেতে চাই৷ শৈশব এমন একটা সময়, যেখানে আমরাই রাজা৷ তাই না? এমন অনেক অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন, যাঁরা মাঝে মধ্যেই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করেন। আজকাল এই অভিনেত্রী দেশব্যাপী সেনসেশন হয়ে উঠেছেন৷ সবাই তাঁর অভিনয় পছন্দ করছেন। জানেন কি তিনি কে?
1/7
কে এই অভিনেত্রী? আপনি, আমি আমরা সবাই আবার আমাদের ছোটবেলা ফিরে পেতে চাই৷ শৈশব এমন একটা সময়, যেখানে আমরাই রাজা৷ তাই না? এমন অনেক অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন, যাঁরা মাঝে মধ্যেই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করেন। আজকাল এই অভিনেত্রী দেশব্যাপী সেনসেশন হয়ে উঠেছেন৷ সবাই তাঁর অভিনয় পছন্দ করছেন। জানেন কি তিনি কে?
কে এই অভিনেত্রী? আপনি, আমি আমরা সবাই আবার আমাদের ছোটবেলা ফিরে পেতে চাই৷ শৈশব এমন একটা সময়, যেখানে আমরাই রাজা৷ তাই না? এমন অনেক অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন, যাঁরা মাঝে মধ্যেই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করেন। আজকাল এই অভিনেত্রী দেশব্যাপী সেনসেশন হয়ে উঠেছেন৷ সবাই তাঁর অভিনয় পছন্দ করছেন। জানেন কি তিনি কে?
advertisement
2/7
মেয়েটিকে চিনতে পারছেন? নিশ্চই না? এই থ্রোব্যাক ছবির সুন্দর ছোট্ট মেয়েটি বড় হয়ে এখন অভিনেত্রী তথা ডান্স ডিভা। আসলে, এই মেয়েটি আর কেউ নয়, ‘দ্য কেরালা স্টোরির’ নায়িকা। তবে ফোটোতে তাঁকে মোটেও চেনা যাচ্ছে না, তবে অবশ্যই বলা যায়, ছোট থেকেই সে খুব কিউট ছিল।
মেয়েটিকে চিনতে পারছেন? নিশ্চই না? এই থ্রোব্যাক ছবির সুন্দর ছোট্ট মেয়েটি বড় হয়ে এখন অভিনেত্রী তথা ডান্স ডিভা। আসলে, এই মেয়েটি আর কেউ নয়, ‘দ্য কেরালা স্টোরির’ নায়িকা। তবে ফোটোতে তাঁকে মোটেও চেনা যাচ্ছে না, তবে অবশ্যই বলা যায়, ছোট থেকেই সে খুব কিউট ছিল।
advertisement
3/7
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এখন জোর আলোচনা চলছে দেশজুড়ে৷ সেই সিনেমাতেই অন্যতম মুখ্য চরিত্রে দেখা গিয়েছে আদাহ শর্মাকে৷ আদাহ হিন্দি এবং তেলুগু সিনেমায়  অভিনয় করেন৷ সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়।
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এখন জোর আলোচনা চলছে দেশজুড়ে৷ সেই সিনেমাতেই অন্যতম মুখ্য চরিত্রে দেখা গিয়েছে আদাহ শর্মাকে৷ আদাহ হিন্দি এবং তেলুগু সিনেমায় অভিনয় করেন৷ সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়।
advertisement
4/7
অভিনেত্রী আদাহ শর্মা টিভি শো পুকারে-তে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। চলচ্চিত্রে আসেন ২০০৮ সালে৷ ‘1920’সিনেমার মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ। আদাহ শর্মা ‘হাসি তো ফাসি’, ‘সুব্রামানিয়াম ফর সেল’, ‘বাইপাস রোড’ এবং ‘হাম হ্যায় রাহি কার কে’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।
অভিনেত্রী আদাহ শর্মা টিভি শো পুকারে-তে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। চলচ্চিত্রে আসেন ২০০৮ সালে৷ ‘1920’সিনেমার মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ। আদাহ শর্মা ‘হাসি তো ফাসি’, ‘সুব্রামানিয়াম ফর সেল’, ‘বাইপাস রোড’ এবং ‘হাম হ্যায় রাহি কার কে’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।
advertisement
5/7
আদাহ শর্মা ওয়েব শো ‘পতি পাতনি ওউর পাঙ্গা’য় একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন। আজকাল তিনি ‘দ্য কেরালা স্টোরি’র শালিনী উন্নীকৃষ্ণণের চরিত্রের জন্য শিরোনামে রয়েছেন৷
আদাহ শর্মা ওয়েব শো ‘পতি পাতনি ওউর পাঙ্গা’য় একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন। আজকাল তিনি ‘দ্য কেরালা স্টোরি’র শালিনী উন্নীকৃষ্ণণের চরিত্রের জন্য শিরোনামে রয়েছেন৷
advertisement
6/7
সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা বিদ্যুৎ জামেওয়াল (আদাহ শর্মা ফোটো) এর সাথে 'কম্যান্ডো' ফিল্ম থেকে লাইমলাইট পাওয়া অভিনেত্রী আদাহ শর্মার সিনেমা সহসময়েই আলাদা করে প্রশংসা পেয়ে থাকে।
সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা বিদ্যুৎ জামেওয়াল (আদাহ শর্মা ফোটো) এর সাথে 'কম্যান্ডো' ফিল্ম থেকে লাইমলাইট পাওয়া অভিনেত্রী আদাহ শর্মার সিনেমা সহসময়েই আলাদা করে প্রশংসা পেয়ে থাকে।
advertisement
7/7
(সমস্ত ফোটো সোর্স- ইনস্টাগ্রাম)
(সমস্ত ফোটো সোর্স- ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement