Ghost: আজব জায়গা! এখানে নিয়ম করে বসে 'ভূতেদের আদালত', 'অপরাধী অশরীরীকে' দেওয়া হয় কঠোর শাস্তি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
Last Updated:
Ghost: অপরাধী ভূতেদের জন্য অপেক্ষা করে থাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি
মির্জাপুর : মহাকবি কবেই বলে গিয়েছেন যে বাস্তব আসলে গল্পের চেয়েও বিস্ময়কর। সেই প্রবাদসম কথাকেই আরও একবার মনে করিয়ে দিল উত্তরপ্রদেশের মির্জাপুর। এখানে বসে এক অদ্ভুত আদালত। সেখানে নাকি পেশ করা হয় কোনও মানুষকে নয়, বরং অশরীরী ভূতদের। রীতিমতো শুনানির পর ঘোষণা করা হয় তাদের জন্য নির্ধারিত শাস্তিও। এই শাস্তি কোনও কথার কথা নয়। বরং অপরাধী ভূতেদের জন্য অপেক্ষা করে থাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি।
মির্জাপুর শহরের মড়িহান তহশীলের বেলহরা গ্রামেই আছে মোহন ব্রহ্ম দরবার। এখানে বসে ভূতেদের মেলা। প্রতি সোমবার এখানে ভিড় উপচে পড়ে। চৈত্র সংক্রান্তিতে ভিড় হয় কয়েক হাজার থেকে লক্ষাধিক ভক্তর। তাঁরা শ্রদ্ধায় অবনত হয়ে বাবার দরবারে মাথা ঠেকান। তাঁদের বিশ্বাস, এখানে বাবার পতাকা দেখেই বিদেহী আত্মারা নাকি নাচতে থাকে। মোহন ব্রহ্ম মহারাজকে নিয়ে একাধিক গল্প প্রচলিত। কথিত, মোহন ব্রহ্ম মহাজার ছিলেন এক কুস্তিগীর। মৃত্যুর কিছু দিন পর তিনি স্বপ্নে দেখা দেন। এর পর তাঁর পরিবারের সদস্যরা মির্জাপুর থেকে জল নিয়ে বিহারের জৌনপুর এলাকার হরসু ব্রহ্ম দরবারে পৌঁছন। সেখানেই তাঁরা পুজোর পদ্ধতি শেখেন। এর পর কয়েকশো বছর ধরে দরবারে আগত ভক্তদের দুঃখ দুর্দশা বাবা দূর করেন বলেই বিশ্বাস। যাঁরা মনে করেন তাঁদের কোনও পরিচিতর উপর কোনও আত্মা ভর করেছে, তাঁরা তাঁকে এখানে আনেন। প্রচলিত বিশ্বাস, এখানে আনলে দুষ্টু আত্মা নাকি ছেড়ে চলে যায়। যে শরীর বা আধার তারা ভর করেছে, সেটা ছেড়ে তারা চলে যায়।
advertisement
advertisement

মোহন ব্রহ্ম মহারাজের পুজারী জানিয়েছেন এখানে দূর দূরান্ত থেকে কয়েক লক্ষ বিশ্বাসী ভক্তের সমাগম হয়। তাঁদের মধ্যে অধিকাংশই আসেন সমস্যার প্রতিকার প্রার্থনা করে এই স্থানে আসেন। তাঁদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই জানিয়েছেন তাঁরা। গত চারশো বছর ধরে এখানে মেলা আয়োজিত হয়ে আসছে। তর্কে বহুদূর হলেও তাঁদের কাছে বিশ্বাসে মিলায় সব।
advertisement
( প্রচলিত রীতি ও আচরণকে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কোনও অন্ধ বিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য নেই।)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 3:05 PM IST