সাগর : যাত্রী বোঝাই বাসে তাদের সঙ্গেই রয়েছে সাক্ষাৎ মৃত্যুদূত৷ এ কথা জানতে পেরেই যাত্রীদের মধ্যে নামার জন্য হুড়োহুড়ি পড়ে গেল তীব্র৷ চোখের নিমেষে ফাঁকা হয়ে গেল বাস৷ এর পর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছলেন সাপুড়ে৷ তিনি সাপটিকে ধরার পর স্বস্তির শ্বাস ফেললেন যাত্রীরা৷ এই ঘটনা বুন্দেলখণ্ডের সাগর জেলার৷ সেখানে রাহতগড় থেকে ৩৫ কিমি দূরের গন্তব্যে যাত্রা শুরু করেছিল বাসটি৷
সাগর শহরের বাসস্ট্যান্ডে এসে পৌঁছতেই এক যাত্রী বাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখেন৷ তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন৷ তাঁর কথায় সতর্ক হয়ে যান বাসের অন্য যাত্রীরা৷ বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি, শোরগোল পড়ে যায়৷ বাসের দু’দিকের গেট থেকেই যাত্রীরা দুদ্দাড়িয়ে নামতে থাকেন৷ সাপের ভয়ে চোখের নিমেষে বাস ফাঁকা হয়ে যায়৷
আরও পড়ুন : এয়ার কন্ডিশনার ছাড়া গ্রীষ্মকাল অসহ্য! কিন্তু এসি মেশিনের বাংলা কী জানেন? ৯৯%-ই ফেল, আপনি বলুন দেখি
ঘটনাস্থলে পৌঁছন দক্ষ সাপুড়ে লক্ষণ পওয়ার৷ কিছু ক্ষণের কসরতের পর বিপজ্জনক সাপটিকে ধরতে সক্ষম হন তিনি৷ এর পর সাপটিকে দেখতে ভিড় জমান উপস্থিত জনতা৷ সর্পবিদ লক্ষ্মণ জানান সাপটির দৈর্ঘ্য ৫ ফুট৷ এবং সেটি ঘোড়া পছাড় প্রজাতির সাপ৷ এই নামকরণের কারণ হল সাপটি ঘোড়ার থেকেও দ্রুত এক জায়গা থেকে অন্যত্র যেতে পারে৷
আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকা কি আপনাকে পকেটে রাখছেন? জানুন তার কারণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাপটি বাসের আসনের কোণায় প্রায় মিশে গিয়ে পড়ে ছিল৷ রাহতগড় থেকে যাত্রা শুরুর পর বেশ কয়েক বার বাসটি থেমেওছিল স্টপে৷ কিন্তু কেউ খেয়ালই করতে পারেনি বিষধর সাপ রয়েছে বাসের আসনে৷ তবে সৌভাগ্যের কথা এই যে বাসে উপস্থিত ৫০ জন যাত্রীর কোনও ক্ষতি করেনি সাপটি৷ অনেকেই মোবাইলে ভিডিও করেন সাপটির৷
তাঁদের মোবাইলবন্দি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ বিষধর সাপের ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।