Viral Video: যাত্রী বোঝাই বাসে ঘোড়ার চেয়েও দ্রুতগামী বিষধর সাপ! মৃত্যুদূতকে দেখে আতঙ্কিত যাত্রীরা

Last Updated:

Viral Video : সাগর শহরের বাসস্ট্যান্ডে এসে পৌঁছতেই এক যাত্রী বাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখেন

সাপটিকে ধরার পর স্বস্তির শ্বাস ফেললেন যাত্রীরা
সাপটিকে ধরার পর স্বস্তির শ্বাস ফেললেন যাত্রীরা
সাগর : যাত্রী বোঝাই বাসে তাদের সঙ্গেই রয়েছে সাক্ষাৎ মৃত্যুদূত৷ এ কথা জানতে পেরেই যাত্রীদের মধ্যে নামার জন্য হুড়োহুড়ি পড়ে গেল তীব্র৷ চোখের নিমেষে ফাঁকা হয়ে গেল বাস৷ এর পর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছলেন সাপুড়ে৷ তিনি সাপটিকে ধরার পর স্বস্তির শ্বাস ফেললেন যাত্রীরা৷ এই ঘটনা বুন্দেলখণ্ডের সাগর জেলার৷ সেখানে রাহতগড় থেকে ৩৫ কিমি দূরের গন্তব্যে যাত্রা শুরু করেছিল বাসটি৷
সাগর শহরের বাসস্ট্যান্ডে এসে পৌঁছতেই এক যাত্রী বাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখেন৷ তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন৷ তাঁর কথায় সতর্ক হয়ে যান বাসের অন্য যাত্রীরা৷ বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি, শোরগোল পড়ে যায়৷ বাসের দু’দিকের গেট থেকেই যাত্রীরা দুদ্দাড়িয়ে নামতে থাকেন৷ সাপের ভয়ে চোখের নিমেষে বাস ফাঁকা হয়ে যায়৷
advertisement
আরও পড়ুন :  এয়ার কন্ডিশনার ছাড়া গ্রীষ্মকাল অসহ্য! কিন্তু এসি মেশিনের বাংলা কী জানেন? ৯৯%-ই ফেল, আপনি বলুন দেখি
ঘটনাস্থলে পৌঁছন দক্ষ সাপুড়ে লক্ষণ পওয়ার৷ কিছু ক্ষণের কসরতের পর বিপজ্জনক সাপটিকে ধরতে সক্ষম হন তিনি৷ এর পর সাপটিকে দেখতে ভিড় জমান উপস্থিত জনতা৷ সর্পবিদ লক্ষ্মণ জানান সাপটির দৈর্ঘ্য ৫ ফুট৷ এবং সেটি ঘোড়া পছাড় প্রজাতির সাপ৷ এই নামকরণের কারণ হল সাপটি ঘোড়ার থেকেও দ্রুত এক জায়গা থেকে অন্যত্র যেতে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রেমিক বা প্রেমিকা কি আপনাকে পকেটে রাখছেন? জানুন তার কারণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাপটি বাসের আসনের কোণায় প্রায় মিশে গিয়ে পড়ে ছিল৷ রাহতগড় থেকে যাত্রা শুরুর পর বেশ কয়েক বার বাসটি থেমেওছিল স্টপে৷ কিন্তু কেউ খেয়ালই করতে পারেনি বিষধর সাপ রয়েছে বাসের আসনে৷ তবে সৌভাগ্যের কথা এই যে বাসে উপস্থিত ৫০ জন যাত্রীর কোনও ক্ষতি করেনি সাপটি৷ অনেকেই মোবাইলে ভিডিও করেন সাপটির৷
advertisement
তাঁদের মোবাইলবন্দি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ বিষধর সাপের ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: যাত্রী বোঝাই বাসে ঘোড়ার চেয়েও দ্রুতগামী বিষধর সাপ! মৃত্যুদূতকে দেখে আতঙ্কিত যাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement