ভারতে এসে ধর্মীয় স্বাধীনতার পক্ষে 'জোরাল' সওয়াল পম্পেও-র

Last Updated:

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা ২০১৮-র রিপোর্ট সম্প্রতি গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, ২০১৮ সালে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির হিংসাত্মক ঘটনা ঘটেছে বহু জায়গায়৷

#নয়াদিল্লি: ভারতে এসে তাত্‍‌পর্যপূর্ণ ভাবে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার পক্ষে জোরাল সওয়াল করলেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও৷ তাঁর বক্তব্য, ধর্মীয় স্বাধীনতার সঙ্গে আপোষ করা মানে বিশ্বকে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া৷
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা ২০১৮-র রিপোর্ট সম্প্রতি গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, ২০১৮ সালে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির হিংসাত্মক ঘটনা ঘটেছে বহু জায়গায়৷ এই পরিস্থিতিতে মার্কিন স্টেট সেক্রেটারির বক্তব্য অত্যন্ত তাত্‍‌পর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল৷
মাইক পম্পেও-র কথায়, 'বিশ্বের ৪টি বহুল প্রচলিত ধর্মের জন্মভূমি ভারত৷ আসুন, সবাই মিলে ধর্মীয় স্বাধীনতার পক্ষে একজোট হই৷ সবাই মিলে ধর্মীয় স্বাধীনতার জন্য উঠে দাঁড়িয়ে সওয়াল করি৷ না-হলে এ বিশ্ব সুন্দর থাকবে না৷' একইসঙ্গে জঙ্গি মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ঢোকানোর জন্য রাষ্ট্রপুঞ্জকে ধন্যবাদও জানান মার্কিন স্টেট সেক্রেটারি৷ তাঁর কথায়, 'বিশ্বের দরবারে ভারত ক্রমেই আরও মাথা উঁচু করে দাঁড়াচ্ছে৷ এই ইতিবাচক দিককে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে এসে ধর্মীয় স্বাধীনতার পক্ষে 'জোরাল' সওয়াল পম্পেও-র
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement