Delhi civil service aspirant: 'সরি মা, বাবা...' নোটে লিখে নিজেকে শেষ করে দিলেন সিভিল সার্ভিস প্রার্থী! আরও এক মৃত্যু দিল্লিতে

Last Updated:

ইচ্ছে ছিল প্রথম বার পরীক্ষা দিয়েই পাশ করে যাবেন। সে ভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। তার পর একে একে ৪ বার চেষ্টার পর দেওয়ালে পিঠ থেকে যায় অঞ্জলির। ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তাতে বাবা-মায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করে নিজের যন্ত্রণার কথা জানিয়ে রেখে চলে গিয়েছেন তরুণী।

নয়া দিল্লি: স্বপ্ন ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হওয়া। সেই স্বপ্ন ধুলোয় মিশতে নিজেকেও শেষ করে দিলেন মহারাষ্ট্রের অঞ্জলি। দিল্লির রাজেন্দ্র নগরে এসে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অনেক টাকা ঘর ভাড়া দিয়ে থাকছিলেন। ইচ্ছে ছিল প্রথম বার পরীক্ষা দিয়েই পাশ করে যাবেন। সে ভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। তার পর একে একে ৪ বার চেষ্টার পর দেওয়ালে পিঠ থেকে যায় অঞ্জলির। ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তাতে বাবা-মায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করে নিজের যন্ত্রণার কথা জানিয়ে রেখে চলে গিয়েছেন তরুণী।
সুইসাইড নোটে লেখা, “আমায় ক্ষমা কোরো মা, বাবা। আমার জীবনে আর কোনও আশা নেই। শুধু সমস্যা, শান্তি নেই। আমার শান্তি প্রয়োজন। সমস্ত রকম ভাবে চেষ্টা করেছি এই হতাশা কাটিয়ে ওঠার। পারিনি। ডিপ্রেশন যাকে বলা যায়, আমায় সেটাই গ্রাস করে নিয়েছে।”
অঞ্জলি আরও লেখেন, “আমার একমাত্র স্বপ্ন ছিল প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি। আমি এতটাই অস্থির এখন, সবাই জানে।” অঞ্জলির নোটটি উল্লেখযোগ্য আর্থিক চাপকেও তুলে ধরে এবং সরকারকে “সরকারি পরীক্ষায় কেলেঙ্কারী কমাতে” এবং “কর্মসংস্থান সৃষ্টি” করার আহ্বান জানিয়েছে।
advertisement
advertisement
উপরন্তু, তিনি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা এবং আবাসনের খরচের সমালোচনা করে বলেন, “পিজি এবং হোস্টেল ভাড়াও কমানো উচিত। এরা শুধু পড়ুয়াদের কাছ থেকে টাকা লুঠ করছে। সব ছাত্রের পরক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়।”
অঞ্জলির বন্ধু শ্বেতা জানান, বাড়িওয়ালা সম্প্রতি অঞ্জলির বাড়ি ভাড়া ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করেছিলেন। অঞ্জলির মৃত্যুতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তাঁর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
কিছু দিন আগেই দিল্লির এই  রাজেন্দ্রনগরে  আইএএস পরীক্ষার্থীদের মৃত্যু মিছিল দেখেছে গোটা দেশ। অতি বৃষ্টিতে জল ঢুকে কোচিং সেন্টারের বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়েছিল। সেখানেই লাইব্রেরিতে আটকে  মৃত্যু হয়েছিল ৩ পড়ুয়ার। তার পরই এই এলাকায় চলে গেলেন অঞ্জলি।
একের পর এক ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে প্রশ্ন উঠছে ব্যবস্থাপনা এবং পরিকাঠামো নিয়েই।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi civil service aspirant: 'সরি মা, বাবা...' নোটে লিখে নিজেকে শেষ করে দিলেন সিভিল সার্ভিস প্রার্থী! আরও এক মৃত্যু দিল্লিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement